কাসগঞ্জ: এক বছরের বেশি সময় ধরে ২৫টি ভিন্ন ভিন্ন স্কুল থেকে ১ কোটি টাকার বেশি ‘বেতন’ তুলেছেন তিনি। এই অভিযোগে অনামিকা শুক্ল নামে এক শিক্ষিকাকে গ্রেফতার করল উত্তর প্রদেশ পুলিশ। অভিযুক্ত শিক্ষিকা ১৩ মাস ধরে ২৫টি স্কুলে একই পদে চাকরি করছিলেন, বেতনও নিচ্ছিলেন নিয়মিত।

কাসগঞ্জের প্রাথমিক শিক্ষা আধিকারিক অঞ্জলি আগরওয়াল বলেছেন, অনামিকার কাগজপত্রে দেখা যায়, তিনি একাধিক পোস্টে নিযুক্ত। তাঁকে নোটিশ পাঠানো হলে পদত্যাগপত্র জমা দিতে অফিসে আসেন তিনি। তখন তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রাজ্যের শিক্ষা মন্ত্রী সতীশ দ্বিবেদী বলেছেন, সংবাদমাধ্যমে তাঁরা জানতে পারেন ওই মহিলা ২৫টি স্কুলে একই পদে চাকরি করছেন। বাগপাট, আলিগড়, আমেথি, সাহারানপুর ও আম্বেডকর নগরের স্কুলে তিনি নিযুক্ত। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।