নাগপুর: কোনও কারণ ছাড়াই আচমকা রাগ। বাবার ঘাড়ে মরণ কামড় দিয়ে, গোপনাঙ্গ কেটে ফেলে খুন করল গুণধর ছেলে। মহারাষ্ট্রের নাগপুরের হুড়কেশ্বর এলাকায় এই ঘটনা ঘটেছে।
শনিবার রাতে ঘটেছে এই ঘটনা। অভিযুক্তের বয়স ২৫, নাম বিক্রান্ত পিল্লেবার, পেশায় জিম প্রশিক্ষক। খুনের পরেও সে এত হিংস্র আচরণ করছিল যে তাকে বাগে আনতে পুলিশকে যথেষ্ট ঘাম ঝরাতে হয়। জানা গিয়েছে, কোনও কারণ ছাড়াই আচমকা ভয়ঙ্কর রেগে যায় বিক্রান্ত। বাবা বিজয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে তাঁর ঘাড় কামড়ে ধরে, গলগল করে বার হতে থাকে রক্ত। এরপর ৫৫ বছরের ওই ব্যক্তিকে টেনে বারান্দায় নিয়ে গিয়ে তাঁর গোপনাঙ্গ কেটে ফেলে সে। আর এই গোটা সময়টা সে হিন্দি ফিল্মের ডায়ালগ আওড়াচ্ছিল। ঘটনাস্থলেই বিজয়ের মৃত্যু হয়।
মা, বোন বাধা দিতে গেলে তাঁদেরও হুমকি দেয় বিক্রান্ত। তাকে ধরে বেঁধে ফেলতে ৫ জন পুলিশকর্মী লাগে। তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।
চণ্ডালে রাগ, ফিল্মি ডায়ালগ আওড়াতে আওড়াতে ঘাড় কামড়ে বাবাকে খুন করল ছেলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Apr 2020 08:39 AM (IST)
খুনের পরেও সে এত হিংস্র আচরণ করছিল যে তাকে বাগে আনতে পুলিশকে যথেষ্ট ঘাম ঝরাতে হয়।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -