মুম্বই: করোনাকে কার্যত কুপোকাত করে লড়াইয়ের ময়দান থেকে জিতে ফিরলেন বৃদ্ধ। মুম্বইয়ের পালঘরের বাসিন্দা ওই বৃদ্ধের বয়স ১০৩ বছর। সংশ্লিষ্ট বয়স বিভাগের মানুষ সুস্থ হয়ে ফিরবেন কি না সেটাই যখন একটা বড় প্রশ্নের মুখে, সেই আবহে আশঙ্কাকে মিথ্যে প্রমাণ করলেন তিনি। যাবতীয় নেতিবাচক ভাবনাকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন ওই বৃদ্ধ।


সারা ভারতে চোখ রাঙাচ্ছে করোনা। আছড়ে পড়েছে দ্বিতীয় ঢেউ। সেই আবহে একশো বছর ঊর্ধ্ব এক ব্যক্তির সুস্থ হয়ে ওঠার ঘটনা নতুন করে আশার আলো দেখাচ্ছে। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম শামরাও ইঙ্গেল। করোনা আক্রান্ত হয়ে পালঘরের গ্রামীণ হাসপাতালে ভর্তি হন তিনি। জেলার স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন,  শনিবার করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছুটি পান তিনি।


হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিয়েছেন ওই বৃদ্ধ। প্রথম থেকেই ওই ব্যক্তি চিকিৎসক এবং নার্সদের সঙ্গেও সহযোগিতা করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার হাসাপাতাল থেকে ছুটি পাওয়ার সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে জেলা প্রশাসন। উল্লেখ্য, সংশ্লিষ্ট জেলায় এখনও পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৯৫ হাজার ৬৮২ জন। মৃত্যু হয়েছে ১৭১৫ জনের।


দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত। ফের দৈনিক সংক্রমণ চার লক্ষ ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যাণ অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা ৪,০৩,৭৩৮। এই নিয়ে পরপর চারদিন আক্রান্তের সংখ্যা থাকল চার লক্ষের বেশি।আর সবমিলিয়ে পাঁচবার দৈনিক আক্রান্তের সংখ্যা চার লক্ষ ছাড়াল।  গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থের সংখ্যা ৩,৮৬,৪৪৪। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৪০৯২।


সবমিলিয়ে দেশে মোট আক্রান্তর সংখ্যা ২,২২,৯৬,৪১৪।  সুস্থ হয়েছেন ১,৮৩,১৭,৪০৪ জন। মোট মৃতের সংখ্যা ২,৪২,৩৬২। এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩৭,৩৬,৬৪৮। এর আগে শুক্রবার দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৪,০১,০৭৮। ৮ মে পর্যন্ত দেশ জুড়ে ১৬ কোটি ৯৪ লক্ষ ৩৯ হাজার করোনার টিকা দেওয়া হয়েছে। এর আগের দিন ২০ লক্ষ ২৩ হাজার ৫৩২ টিকা দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত দেশে ৩০ কোটি ২২ লক্ষ নমুনা পরীক্ষা হয়েছে। গতকাল ১৮.৮৫ লক্ষ নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে পজিটিভিটি হার ২২ শতাংশ।