মুম্বই : মহারাষ্ট্রের রায়গড়ে (Maharashtra’s Raigad district  )খাদে বাস পড়ে মৃত্যু হল ১৩ জনের। গুরুতর আহত হয়েছেন ২৫ জনেরও বেশি।


রায়গড়ের খোপোলিতে খাদে পড়ে যায় বেসরকারি বাস। উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুনে-রায়গড় সীমান্তে ভোর সাড়ে ৪টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ।  বাসটি পুনের পিম্পল গুরাভ থেকে গোরেগাঁও যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসটিতে ৪১ জন যাত্রী ছিলেন। বাসটি ভয়াবহ ভাবে ভেঙে পড়ে। এতে বাসের উপরের ছাদ উড়ে যায়। খুলে যায় চাকা।             

শনিবার সকালে দুর্ঘটনার খবর মিলতেই উদ্ধার কাজে নামে প্রশাসন। দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় একাধিক অ্যাম্বুল্যান্স। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তার মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। 


পুলিশ সূত্রে খবর, আহতদের হাসপাতালের নিয়ে গেলে সেখানে প্রাণ হারান আরও ছয় জন।  রায়গড়ের পুলিশ সুপার সোমনাথ গর্গ জানান, বাসটি ভয়াবহ ভাবে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত জনের।         


দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ট্যুইটারে লেখেন, "মহারাষ্ট্রের রায়গড়ে সড়ক দুর্ঘটনা দুর্ভাগ্যজনক। এ বিষয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে কথা হয়েছে । স্থানীয় প্রশাসন ত্রাণ কার্য চালাচ্ছে । আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের সুস্থতা কামনা করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। "।                  


মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং  মৃতের আত্মীয়দের পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। শিন্ডে জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।






মহারাষ্ট্র পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বাসটির ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট থেকে দুর্ঘটনার আসল কারণ বোঝা যাবে ।