গুরুগ্রাম: যে বয়স বেশিরভাগ মানুষেরই দেখার সৌভাগ্য হয় না, হলেও সঙ্গী হয় একের পর এক ব্যাধি, সেই বয়সে কাকভোরে শহরের গাছগুলোয় জল দিয়ে ফেরেন এক বৃদ্ধ। তাঁর বয়স পেরিয়েছে ৯১। শরীরও ভাল নয়। কিন্তু কোনও সমস্যাই রোজ ভোর চারটেয় গুরুগ্রামের রাস্তার ধারের গাছগুলোয় জল দেওয়া থেকে আটকাতে পারেনি তাঁকে।


বৃদ্ধের নাম জানা যায়নি। তাঁর ভিডিও শেয়ার করেছেন আইএএস অফিসার নীতীন সাঙ্গওয়ান। লিখেছেন, আপনার বয়স ৯১। কোমরে ব্যথা। তা সত্ত্বেও রোজ ভোর চারটেয় গুরুগ্রামের রাস্তার গাছগুলোতে জয় দেন আপনি। হৃদয় থেকে সেলাম।

ভিডিওয় দেখা যাচ্ছে, এক থুত্থুড়ে বুড়ো মগে করে গাছে গাছে জল দিচ্ছেন। প্রশ্নের উত্তরে তিনি জানাচ্ছেন, রোজই তাঁর কাজ, রাস্তার গাছে জল দেওয়া। এই বয়সে প্রকৃতির জন্য তিনি এটুকুই করতে পারেন।


ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় হয়েছে। সকলে এক বাক্যে বলেছেন, এভাবেই যদি আমরা প্রত্যেকে পরিবেশের জন্য এইটুকু অন্তত সাহায্যের হাত বাড়িয়ে দিই, পৃথিবীটা অনেক বেশি সুন্দর হয়ে উঠবে।