মুম্বই: কঙ্গনা রানাওয়াত বনাম শিবসেনার সন্মুখ সমরে এবার মাথা গলালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। নাম না করে কঙ্গনাকে অকৃতজ্ঞ বলেছেন তিনি।
বিধানসভায় দাঁড়িয়ে উদ্ধব প্রাক্তন সেনা বিধায়ক ও এক সময়ের মন্ত্রী অনিল রাঠোরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছিলেন। তিনি বলেন, অনিল আসেন রাজস্থান থেকে, মহারাষ্ট্রকেই নিজের ঘর করে নেন, হয়ে ওঠেন কট্টর শিবসৈনিক। তিনি আরও বলেন, প্রথমে ওরা আসে, বলে আমচি মুম্বই। থেকে যায়, কাজকর্ম করে। যে শহর তাদের থাকতে দিয়েছে, খেতে পরতে দিয়েছে, কয়েকজন তার প্রতি কৃতজ্ঞতাবোধ করে, বাকিরা করে না।
শিব সেনার সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়ে কঙ্গনা এখন মহারাষ্ট্রের সেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকারের চোখের বালি। শাসক জোটের অনেক নেতাই তাঁকে কেন্দ্রের ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন। সেনার অধীনে থাকা বৃহন্মুম্বই পুরসভার একটি দল কঙ্গনার অফিসে আচমকা হানা দিয়েছে। হিমাচল থেকে আসা অভিনেত্রীর অভিযোগ, পুরসভা তাঁর অফিসগুলি ভেঙে দেওয়ার ছক কষছে। কঙ্গনা বলেছেন, মুম্বইয়ের মণিকর্ণিকা ফিল্মস অফিসটি করতে তাঁর ১৫ বছর কঠোর পরিশ্রম করতে হয়েছে। তাঁর স্বপ্ন ছিল, যদি কখনও চলচ্চিত্র নির্মাতা হতে পারেন, তবে নিজস্ব অফিস করবেন। এখন মনে হচ্ছে, সেই স্বপ্ন ধ্বংস হতে বসেছে।
/code>
কঙ্গনার ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাওয়ার তীব্র সমালোচনা করে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী এনসিপি নেতা অনিল দেশমুখ বলেছেন, যারা মুম্বই ও মহারাষ্ট্রকে অপমান করে তাদের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত দুঃখজনক এবং বিস্ময়কর। কংগ্রেসের মন্ত্রী বিজয় ওয়াদেত্তিওয়ারের মন্তব্য, কঙ্গনাকে নিরাপত্তা দিয়ে কেন্দ্র ও বিজেপি মহারাষ্ট্রের বিরুদ্ধে তাঁর মন্তব্যগুলি সমর্থন করেছে, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজ্যবাসীর প্রতি বিশ্বাসঘাতকতা। আবার এক সেনা বিধায়ক প্রশ্ন করেছেন, দাউদ ইব্রাহিম যদি আজ মুম্বই বা মহারাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, কেন্দ্র কি তাকেও নিরাপত্তা দেবে।
আবার কংগ্রেস মুখপাত্র সচিন সাবন্ত দাবি করেছেন, কঙ্গনা ড্রাগ নেন কিনা তার তদন্ত হোক।