নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনের আগে সুপ্রিম কোর্টে ধাক্কা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের। বিধানসভা নির্বাচনের হলফনামায় গোপন করা দুটি ফৌজদারি মামলাতেই বিচারের মুখোমুখি হতে হবে ফড়নবিশকে, জানাল সুপ্রিম কোর্ট।
নির্বাচনের জন্য দেওয়া নিজের হলফনামাতে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলার কথা গোপন করেছিলেন ফড়নবিশ। এই কথা সামনে আসতে দেবেন্দ্র ফড়নবিশের নির্বাচনের মনোনয়নপত্র বাতিল করার জন্য সওয়াল করছিল বিরোধীরা। সেই মামলাতেই আজ রায়দান করল সুপ্রিম কোর্ট। জনগণের প্রতিনিধিত্ব আইন ১৯৫১ এর ১২৫ এ ধারায় ওই দুটি ফৌজদারী মামলা দায়ের হয়। এই মামলাতেই বিচারের মুখোমুখি হতে হবে ফড়নবিশকে।
দেবেন্দ্র ফড়নবিশকেই ২০১৯ সালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরেছিল বিজেপি। এই রায় বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কাছে বড় ধাক্কা হতে পারে।
বুধবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চ শুনানির পর এই রায়দান করেন।
২০০৯ ও ২০১৪ সালে হওয়া দুটি ফৌজদারি মামলার কথা প্রথমে গোপন করেছিলেন ফড়নবিশ। এর আগে তথ্য গোপন করার জন্য ফড়নবিশের মনোনয়নপত্র বাতিল করা নিয়ে বোম্বে হাইকোর্টে মামলা করেন সতীশ উখে। এই মামলা খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট। সুপ্রিম কোর্টে এই রায় চ্যালেঞ্জ করেছিলেন উখে।
মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২১ অক্টোবর নির্বাচনী ক্রিয়া অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ২৪ অক্টোবর।
নির্বাচনী হলফনামাতে ফৌজদারি মামলার কথা গোপন রাখায় বিচার হতে পারে, বলল সুপ্রিম কোর্ট, বিপাকে ফড়নবিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Oct 2019 01:54 PM (IST)
বিধানসভা নির্বাচনের আগে সুপ্রিম কোর্টে ধাক্কা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের। বিধানসভা নির্বাচনের হলফনামায় গোপন করা দুটি ফৌজদারি মামলাতেই বিচারের মুখোমুখি হতে হবে ফড়নবিশকে, জানাল সুপ্রিম কোর্ট।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -