করাচি: এক দশক পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ ফেরার দিনে ব্যাট হাতে উজ্জ্বল হয়ে উঠলেন বাবর আজম। তিনি দুর্দান্ত শতরান করে ভারতের অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড ভাঙার পাশাপাশি দলকেও জেতালেন। একদিনের আন্তর্জাতিকে তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১১টি শতরান করে ফেললেন বাবর। তাঁর ১০৫ বলে ১১৫ রানের সুবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে সহজেই ৬৭ রানে জয় পেল পাকিস্তান।


নিরাপত্তা নিয়ে আশঙ্কা, শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপর জঙ্গি হামলার সতর্কতাবার্তার মধ্যেই শুরু হয়েছে একদিনের সিরিজ। করাচিতে প্রথম বৃষ্টির জন্য ভেস্তে গেলেও, দ্বিতীয় ম্যাচ অবশ্য নির্বিঘ্নেই শেষ হয়েছে। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। বাবর ছাড়াও ব্যাট হাতে ভাল পারফরম্যান্স দেখান ওপেনার ফকর জামান (৫৪) ও চার নম্বরে নামা হ্যারিস সোহেল (৪০)। ৬ নম্বরে ব্যাট করতে নামা ইফতিকার আহমেদ ২০ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ফলে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৫ রান করে।

বড় রান তাড়া করতে নেমে ২৮ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে শ্রীলঙ্কা। এরপর অবশ্য শেহান জয়সূর্য (৯৬) ও দাসুন শনাকা (৬৮) দলকে লড়াইয়ে ফেরান। কিন্তু তাঁরা ফিরে যাওয়ার পর ওয়ানিন্দু হাসারঙ্গা (৩০) ছাড়া আর কোনও ব্যাটসম্যান লড়াই করতে পারেননি। ৪৬.৫ ওভারে ২৩৮ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। গোটা ইনিংসে মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেন। পাকিস্তানের হয়ে উসমান শিনওয়ারি ৫১ রান দিয়ে ৫ উইকেট নেন। শাদাব খান দু’টি উইকেট নেন।