নয়াদিল্লি : মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা। দুই রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। এক দফায় ভোট হবে মহারাষ্ট্রে। অন্যদিকে, দুই দফায় ভোট হতে চলেছে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে।
ঝাড়খণ্ডে ১৩ নভেম্বর ও ২০ নভেম্বর দুই দফায় বিধানসভা ভোট রয়েছে। অন্যদিকে, মহারাষ্ট্রে এক দফায় ভোট হবে ২০ নভেম্বর। উভয় রাজ্যেই ভোটের ফল ঘোষণা হবে ২৩ নভেম্বর। আজ সাংবাদিক বৈঠক করে এমনই জানিয়ে দিল নির্বাচন কমিশন।
২০১৯ সালে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ৮২টির মধ্যে ৪৭টি আসনে জয়লাভ করেছিল। অন্যদিকে, মহারাষ্ট্রে, ভাল ফল করেছিল বিজেপি ও (তৎকালীন অবিভক্ত) শিবসেনা । ২৮৮টি আসনের মধ্যে ১৬১টিতে জয়লাভ করে তারা। যদি ক্ষমতার ভাগ-বাঁটোয়ারা নিয়ে লড়াইয়ে ভেঙে যায় এই জোট। সরকার গঠনের জন্য সেনা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ও কংগ্রেসের সঙ্গে হাত মেলায়। যদিও সেই সরকার ২০২৩ সাল পর্যন্ত টেকে। সেনার একনাথ শিণ্ডের নেতৃত্বাধীন 'বিদ্রোহী' ও NCP-র অজিত পাওয়ার গোষ্ঠী উদ্ধব ঠাকরের সরকারকে ইস্তফা দিতে কার্যত বাধ্য করে। পড়ে যায় জোট সরকার।
চলতি বছরে এই দুই রাজ্যের মধ্যে দিয়েই শেষ হতে চলেছে বিধানসভা নির্বাচন। শরিক দল এনসিপি ও শিবসেনাকে নিয়ে এই মুহূর্তে রাজ্যে ক্ষমতায় বিজেপি। এপ্রিল-জুন মাসে নরেন্দ্র মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর, ২০২৪ সালটা হাসিখুশিতেই শেষ করতে মরিয়া গেরুয়া শিবির। হালে, হরিয়ানা বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি। স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসে ফুটছে। এর পাশাপাশি, ওড়িশাতেও ক্ষমতা দখল করেছে। অন্যদিকে, হরিয়ানায় কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে বলে অধিকাংশ এক্সটি পোলেই বলা হয়েছিল। যদিও তা হয়নি। তৃতীয়বার ক্ষমতা দখল করে নেয় গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে ভাগ্য-পরীক্ষায় নামতে চলেছে কংগ্রেস।
হিন্দি বলয়ের হরিয়ানায় অব্য়াহত বিজেপির জয়জয়কার। ২০১৪, ২০১৯-এর পর ২০২৪। লাগাতার তৃতীয়বার বিধানসভা ভোটে জিতে, হরিয়ানায় সরকার গঠনের ক্ষমতা দখল বিজেপির। প্রতিষ্ঠান বিরোধিতা, কৃষক অসন্তোষ, কুস্তিগিরদের আন্দোলন কোনও কিছুরই প্রভাব পড়েনি ভোটে। হরিয়ানার ৯০টি বিধানসভা আসনের মধ্য়ে ৪৮টিতে জিতেছে বিজেপি। কংগ্রেস-সিপিএম জোট পেয়েছে ৩৭টি আসন। ওমপ্রকাশ চৌটালার INLD এবং মায়াবতীর BSP-র জোট পেয়েছে ২টি আসন। ৩টি আসনে জিতেছে অন্য়ান্য় দল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে