মুম্বই: সিদ্ধান্ত বদল উদ্ধব ঠাকরের। ব্রিটেনে নোভেল করোনাভাইরাসের একটি নতুন স্ট্রেন মারাত্মক চেহারা নিয়ে ছড়িয়ে পড়ায় নতুন করে দুনিয়াব্যাপী উদ্বেগের পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র সরকার সিদ্ধান্ত নিল, সব পুরসভার আওতাধীন এলাকায় রাত ১১টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত নৈশকালীন কার্ফু বহাল থাকবে। আগামীকাল মঙ্গলবার থেকে ৫ জানুয়ারি পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। রবিবারই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এক ভাষণে জানিয়েছিলেন, তিনি নৈশ কার্ফু বা আরেকটা লকডাউনের পক্ষপাতী নন, কেননা পরিস্থিতি পুরোপুরি না হলেও কিছুটা নিয়ন্ত্রণে। কিন্তু সোমবারই পদস্থ সরকারি আমলা ও পুলিশকর্তাদের সঙ্গে আলোচনার পর মুখ্যমন্ত্রী নৈশ কার্ফু জারির সিদ্ধান্ত জানান। রাত ১১টা নাগাদ ওষুধের দোকানের মতো জরুরি পরিষেবা ছাড়া আর সব কিছু বন্ধ করে দিতে হবে।
পাশাপাশি রাজ্য সরকার ঠিক করেছে, ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে আসা সব বিমানযাত্রীকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে যেতে হবে বিমানবন্দরে পা রাখার পরই। মুখ্যমন্ত্রীর কার্যালয় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ভাইরাসের নতুন স্ট্রেনের জন্য আমরা এইসব সতর্কতামূলক পদক্ষেপ করছি। আগামী ১৫ দিন আমাদের আরও সতর্ক থাকতে হবে।
করোনাভাইরাসের ভ্যাকসিন চলে এলেও অন্তত আরও ৬ মাস মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে বলেও রবিবার জানান উদ্ধব। জনসাধারণকে তিনি বড়দিন ও নববর্ষ উদযাপনের সময়ও সাবধান থাকার পরামর্শ দেন, বলেন, বিয়ে-থার মতো যাবতীয় সামাজিক অনুষ্ঠানে সামাজিক দূরত্ববিধিও মেনে চলা উচিত।
কাল থেকে ৫ জানুয়ারি মহারাষ্ট্রে সব পুরসভায় নৈশ কার্ফু, ইউরোপ থেকে আসা সব বিমানযাত্রীর জন্য ১৪ দিনের কোয়ারান্টিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Dec 2020 10:25 PM (IST)
রবিবারই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এক ভাষণে জানিয়েছিলেন, তিনি নৈশ কার্ফু বা আরেকটা লকডাউনের পক্ষপাতী নন, কেননা পরিস্থিতি পুরোপুরি না হলেও কিছুটা নিয়ন্ত্রণে। কিন্তু সোমবারই পদস্থ সরকারি আমলা ও পুলিশকর্তাদের সঙ্গে আলোচনার পর মুখ্যমন্ত্রী নৈশ কার্ফু জারির সিদ্ধান্ত জানান।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -