নয়া দিল্লি : কোভিড মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের অব্যবস্থার জেরে ভুগতে হচ্ছে দেশবাসীকে। ২০২১ সালে ১৩০ কোটি জনগণকে নিয়ে ডুবছে জাহাজ। মোদি সরকারকে কটাক্ষ করে এমনই টুইট করলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম।


এদিন টুইটে কংগ্রেস নেতা লেখেন, ''আবারও টুইট করছি... স্বাস্থ্যমন্ত্রী। জাহাজটা এখন ২০২১ সালে পৌঁছেছে। ১৩০ কোটি মানুষকে নিয়ে ডুবে যাচ্ছে তরী। আমাদের বাঁচান ! অন্তত আমাকে বাঁচান !'' দেশের কোভিড পরিস্থিতি নিয়ে লাগাতার মোদি সরকারকে আক্রমণ করে চলেছে কংগ্রেস। ক'দিন আগেই কেন্দ্রের ভ্যাকসিন নীতি নিয়ে কটাক্ষ করেছিলেন কংগ্রসে নেতা রাহুল গাঁধী। তিনি বলেছিলেন, ''কেন্দ্রীয় সরকারের ভ্যাকসিন নীতি নোটবন্দির থেকে কম নয়। এবারও সাধারণ মানুষ লম্বা লাইনে দাঁড়াবে। তাঁরা টাকা, স্বাস্থ্য সব খুইয়ে প্রাণ হারাবেন। শেষে কিছু শিল্পপতি এর থেকে উপকৃত হবেন।''


কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢ়রা। তাঁর অভিযোগ, করেনা পরিস্থিতিতে দেশে এখন হাহাকার সৃষ্টি হয়েছে। কোভিডের সময় হাসপাতালে বেড, ওষুধ পাচ্ছেন না মানুষ। অক্সিজেনের অভাবে চিৎকার করছেন আক্রান্তের পরিজনরা। এরকম একটা সময়ে নির্বাচনী সভায় হাসি দেখা যাচ্ছে কেন্দ্রীয় নেতাদের মুখে। যা খুবই অসংবেদনশীল একটা বিষয়।''


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা চার লক্ষর বেশি। এনিয়ে ফের একবার দৈনিক সংক্রমণে বিশ্বে সর্বকালীন রেকর্ড গড়ল ভারত। দৈনিক মৃত্যুর সংখ্যা আরও একবার সাড়ে ৩ হাজার পার। স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন।


এদিকে, আজ থেকেই দেশে ১৮ ঊর্ধ্বের টিকাকরণ শুরু। যদিও পর্যাপ্ত ভ্যাকসিনের অভাবে অনেক রাজ্য এখন ১৮-৪৪ জন্য টিকাকরণ শুরু করবে না বলে জানিয়ে দিয়েছে। পর্যাপ্ত ভ্যাকসিন এলে সবাইকে ডেকে পাঠাবে বলেছে একাধিক রাজ্য। তার মধ্যে বিহার, পঞ্জাব, দিল্লির নাম রয়েছে।