মুম্বই: আরও একটি পালক যুক্ত হতে চলেছে ভারতীয় নৌবাহিনীতে (Indian Navy)। ভারতের নৌবাহিনীর Project 17A-এর অধীনে আরও একটি ফ্রিগেট নামতে চলেছে জলে। শুক্রবার, মুম্বইতে মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড (Mazagon Dock Shipbuilders Ltd)-এ উদ্বোধন করা হবে ভারতের স্টেলথ ফিচার সমৃদ্ধ এই ফ্রিগেট (frigate) মহেন্দ্রগিরি (Mahendragiri)। উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং তাঁর স্ত্রী উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। 


ওড়িশার অন্যতম বিখ্যাত পাহাড় মহেন্দ্রগিরির নাম অনুসারে এই যুদ্ধজাহাজের নাম দেওয়া হয়েছে। Project 17A-সিরিজের অধীনে সাত নম্বর ফ্রিগেট এটি। Stealth ফিচার সমৃদ্ধ এই যুদ্ধজাহাজ একাধিক উন্নতমানের অস্ত্রে সাজানো। রয়েছে অত্যাধুনিক সেন্সর। Project 17 সিরিজের পরবর্তী ধাপ এই Project 17A.


INS Mahendragiri উন্নতমানের বৈশিষ্ট্যযুক্ত। নিজের সামুদ্রিক এলাকা দেখভাল, নৌবাহিনীর ঐতিহ্য় রক্ষা এবং নৌশক্তিতে স্বনির্ভরতার প্রমাণ রাখছে ভারতীয় নৌবাহিনী, এমনটাই জানানো হয়েছে নৌবাহিনীর তরফে। 


ভারতীয় নৌবাহিনীর নয়া সদস্য হতে চলা INS Mahendragiri -এর ডিজাইন করেছে নৌবাহিনীর ডিজাইন ব্যুরো (Indian Navy's Warship Design Bureau)। এই ফ্রিগেট তৈরির জন্য যা যা যন্ত্রাংশ লেগেছে তার ৭৫ শতাংশই তৈরি হয়েছে ভারতেরই কোনও না কোনও সংস্থায়। সেই সংস্থাগুলির তালিকায় রয়েছে একাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা, জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার লক্ষ্যে দীর্ঘদিন ধরেই কাজ হচ্ছে। Project 17A সিরিজ তৈরির ক্ষেত্রে তা মাইলফলক তৈরি করছে বলেই জানিয়েছে ভারতীয় নৌবাহিনী।


 



গত মাসেই নৌবাহিনীর হাতে এসেছে INS Vindhyagiri. কলকাতায় গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে তৈরি হয়েছিল Project 17A সিরিজের এই ফ্রিগেট। কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে উদ্বোধন হয়েছিল ওই যুদ্ধজাহাজের। উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


এই ধরনের ফ্রিগেটগুলি guided missile frigate. এই সিরিজের জাহাজগুলি লম্বায় ১৪৯ মিটার, ডিসপ্লেসমেন্ট ৬৬৭০ টন। সর্বোচ্চ গতি ২৮ নট বা প্রতি ঘণ্টায় ৫১.৮৫ কিলোমিটার। জল, বায়ু এবং ভূমিতে বিপদ রোখার ক্ষমতা রাখে এই ফ্রিগেট।


আরও পড়ুন: মাসের শুরুতেই সুখবর ! ফের কমল গ্যাস সিলিন্ডারের দাম, এবার কত টাকা ছাড় ?