মুম্বই : আরোপের পাল্টা কোর্টের দরজা নাড়ানো। লুভেইনা লোধের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি আবেদন নিয়ে বোম্বের নগর দায়রা আদালতের দ্বারস্থ হল মহেশ ভট্টের পরিবার।
চলচ্চিত্র নিমার্তার ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ এনে মহেশ ভট্টের বোন কুমকুম সাইগাল ও ভাইপো সাহিল সাইগাল ৯০ লক্ষ টাকা ক্ষতিপূরণও দাবী করেছেন। চেয়েছে লিখিত ক্ষমা। কিছুদিন আগে মহেশ ভট্টকে ফিল্ম ইন্ডাস্ট্রির সবথেকে বড় ডন বলে তোপ দেগেছিলেন লুভেইনা। তাঁর দাবী ছিল, ভট্টের সংস্থা ড্রাগও ও মহিলাদের পৌঁছে দিত অভিনেতার কাছে। ভট্টের কথা শুনে না চললে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা খুব মুশকিল বলেই তোপ দেগেছিলেন তিনি। টেনে এনেছিলেন সাইগালদের।
যার উত্তরে লুভেইনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপানো ও তাঁর স্বামী সুমিত সাভারভালের বিরুদ্ধে ড্রাগচক্রে জড়িত থাকার অভিযোগও এনেছে তারা। সাইগালদের দাবী সুমিত একসময় ভট্ট সংস্থায় কাজ করতেন। মহেশ ভট্টের কন্যা পুজাও টুইটারে যে কথা জানান। সেই সুরে অভিযোগ জানানোর পাশাপাশি সাইগালদের দাবী একসময় খুশি হয়ে ভরসোভায় সুমিতকে ফ্ল্যাট উপহার দিয়েছিল তাঁরা।
এদিকে ইতিমধ্যে মহেশ ভট্টের পক্ষ থেকে মিথ্যে কথা বলে তাঁর ভাবমূর্তি নষ্টের চেষ্টার অভিযোগ তুলে মানহানির মামলা করার যাবতীয় প্রস্তুতি চলছে।
লুভেইনার বিরুদ্ধে কোর্টে গেলেন মহেশ ভট্টের পরিবার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Oct 2020 02:04 PM (IST)
মহেশ ভট্টকে ফিল্ম ইন্ডাস্ট্রির সবথেকে বড় ডন বলে তোপ দেগেছিলেন লুভেইনা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -