দুবাই: আইপিএল-এর চলতি মরসুমে এখনও পর্যন্ত ৫০টি ম্যাচ হয়েছে। আর বাকি ১০টি ম্যাচ। এখনও পর্যন্ত যা খেলা হয়েছে, তাতে সবচেয়ে বেশি ছক্কা মারার হিসেবে সবার আগে রাজস্থান রয়্যালসের উইকেটকিপার-ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। তবে তুলনায় অনেক কম ম্যাচ খেলেও, বেশি ছক্কা মেরেছেন ক্রিস গেইল।
এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বাউন্ডারি মেরেছেন কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক কে এল রাহুল। এই তালিকার দ্বিতীয় স্থানে দিল্লি ক্যাপিটালসের তারকা ব্যাটসম্যান শিখর ধবন।
এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ২৬টি ছক্কা মেরেছেন স্যামসন। তাঁর মোট রান ৩৭৪। তিনটি অর্ধশতরান করেছেন এই ব্যাটসম্যান।
সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে কিংস ইলেভেন পঞ্জাবের নিকোলাস পুরান। এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান ১৩টি ম্যাচ খেলে ২৫টি ছক্কা মেরেছেন। তাঁর মোট রান ৩৫১।
গেইল এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন। এরই মধ্যে তিনি ২৩টি ছক্কা মেরেছেন। ১৫টি বাউন্ডারিও মেরেছেন এই ক্যারিবিয়ান তারকা। তাঁর অর্ধশতরানের সংখ্যা ৩। মোট ২৭৬ রান করেছেন তিনি।
সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থ স্থানে রাহুল। তিনি চলতি আইপিএল-এ ধারাবাহিকভাবে রান করে চলেছেন। ‘অরেঞ্জ ক্যাপ’-এর দৌড়ে সবার আগে পঞ্জাবের অধিনায়ক। তিনি ১৩টি ম্যাচে ৬৪১ রান করেছেন। গড় ৫৮.২৭। পাঁচটি অর্ধশতরান ও একটি শতরান করেছেন তিনি।
সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটসম্যানদের তালিকায় পাঁচ নম্বরে মুম্বই ইন্ডিয়ান্সের ঈশান কিষাণ। এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলে ২১টি ছক্কা মেরেছেন তিনি। মোট রান ৩২৩। দু’টি অর্ধশতরানও করেছেন ঈশান।
এবার দেখে নেওয়া যাক সবচেয়ে বেশি বাউন্ডারি মারা ব্যাটসম্যানদের তালিকা-
এখনও পর্যন্ত ১৩টি ম্যাচে ৫৫টি বাউন্ডারি মেরেছেন রাহুল। এক্ষেত্রে তিনিই এক নম্বরে।
সবচেয়ে বেশি বাউন্ডারি মারা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ধবন এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ৫২টি বাউন্ডারি মেরেছেন।
মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব ১২টি ম্যাচ খেলে ৪৮টি বাউন্ডারি মেরেছেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরুণ ওপেনার দেবদত্ত পাড়িক্কল এবারের আইপিএল-এর শুরু থেকেই ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। তিনি ১২টি ম্যাচ খেলে ৪৫টি বাউন্ডারি মেরেছেন।
কলকাতা নাইট রাইডার্সের নীতীশ রানা ১৩টি ম্যাচ খেলে ৪৩টি বাউন্ডারি মেরেছেন। তিনি এই তালিকায় পঞ্চম স্থানে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
চলতি আইপিএল-এ সবচেয়ে বেশি বাউন্ডারি, ছক্কা মেরেছেন কারা? দেখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Oct 2020 11:24 AM (IST)
অনেক কম ম্যাচ খেলার সুযোগ পেলেও, ছক্কা মারার তালিকায় উপরের দিকেই গেইল।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -