এর আগে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য় সরকারকে আক্রমণ করেন রাজ্য়পাল । কীভাবে সুষ্ঠু ভোট হবে তা নিয়ে উদ্বিগ্ন বলেও দাবি করেন তিনি।
দিল্লিতে বসে রাজ্য সরকারকে আক্রমণ করতে গিয়ে ফের অপরাধ-পরিসংখ্যানের প্রসঙ্গ টেনে আনেন রাজ্যপাল। ৬ অক্টোবর তাঁর করা অপরাধ-পরিসংখ্যানকে ভিত্তিহীন বলে দাবি করে স্বরাষ্ট্র দফতর। এ নিয়ে ক্ষোভ উগরে দেন রাজ্যপাল। জবাব দিয়েছে তৃণমূলও। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাজ্যে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাজ্যপাল। আর তা করতে গিয়ে তিনি হাতিয়ার করেছেন মুর্শিদাবাদে আল কায়দা জঙ্গি সন্দেহে ছ’জনের গ্রেফতারি-সহ কয়েকটি ঘটনাকে। রাজ্যের অপরাধ পরিসংখ্যান নিয়েও এদিন ফের মুখ খুলেছেন জগদীপ ধনকড়। ৬ অক্টোবর রাজ্যপাল ট্যুইটারে লেখেন, সরকারি রিপোর্ট অনুযায়ী, এবছরের অগাস্ট মাসে পশ্চিমবঙ্গে ২২৩টি ধর্ষণ এবং ৬৩৯টি অপহরণের ঘটনা ঘটেছে। সরকারি রিপোর্টে রাজ্যে নারী নির্যাতনের যে পরিসংখ্যান উঠে এসেছে, তা উদ্বেগজনক।