কলকাতা: একমাসের উত্তরবঙ্গ সফরে আজ রওনা হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সকাল ৬টা নাগাদ শিয়ালদহ স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ওঠার আগে তিনি জানান, উত্তরবঙ্গ নিয়ে অনেক পড়াশুনো করেছেন। সেখানকার সমস্যা নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল তিনি। উত্তরবঙ্গে গিয়ে সেখানকার রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন ধনকড়। কথা বলবেন বিভিন্ন আধ্যাত্মিক গুরু এবং বিদ্বজ্জনদের সঙ্গেও। নিজের সাংবিধানিক পদের সীমাবদ্ধতার মধ্যে থেকে সেখানকার সমস্যা মেটানোর চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন তিনি। একমাসের এই উত্তরবঙ্গ সফর তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন রাজ্যপাল।

এর আগে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য় সরকারকে আক্রমণ করেন রাজ্য়পাল । কীভাবে সুষ্ঠু ভোট হবে তা নিয়ে উদ্বিগ্ন বলেও দাবি করেন তিনি।

দিল্লিতে বসে রাজ্য সরকারকে আক্রমণ করতে গিয়ে ফের অপরাধ-পরিসংখ্যানের প্রসঙ্গ টেনে আনেন রাজ্যপাল। ৬ অক্টোবর তাঁর করা অপরাধ-পরিসংখ্যানকে ভিত্তিহীন বলে দাবি করে স্বরাষ্ট্র দফতর। এ নিয়ে ক্ষোভ উগরে দেন রাজ্যপাল। জবাব দিয়েছে তৃণমূলও। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাজ্যে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাজ্যপাল। আর তা করতে গিয়ে তিনি হাতিয়ার করেছেন মুর্শিদাবাদে আল কায়দা জঙ্গি সন্দেহে ছ’জনের গ্রেফতারি-সহ কয়েকটি ঘটনাকে। রাজ্যের অপরাধ পরিসংখ্যান নিয়েও এদিন ফের মুখ খুলেছেন জগদীপ ধনকড়। ৬ অক্টোবর রাজ্যপাল ট্যুইটারে লেখেন, সরকারি রিপোর্ট অনুযায়ী, এবছরের অগাস্ট মাসে পশ্চিমবঙ্গে ২২৩টি ধর্ষণ এবং ৬৩৯টি অপহরণের ঘটনা ঘটেছে। সরকারি রিপোর্টে রাজ্যে নারী নির্যাতনের যে পরিসংখ্যান উঠে এসেছে, তা উদ্বেগজনক।