বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : 'ক্যাশ ফর কোয়েশ্চন' (Cash For Questions) বিতর্কে এথিক্স কমিটির বৈঠকে তুমুল বাকবিতণ্ডা। মাঝপথেই এথিক্স কমিটির বৈঠক থেকে ওয়াক আউট মহুয়া মৈত্র (Mahua Maitra) সহ বিরোধী সাংসদদের। অমর্যাদাকর প্রশ্ন তোলার অভিযোগে সরব হয়েছেন তাঁরা।


'বৈঠকে একজন মহিলার সঙ্গে অপমানজনক ব্যবহার করা হয়েছে', অভিযোগ বিএসপি সাংসদ দানিশ আলির (Danish Ali)। তাঁর ঘোরতর অভিযোগ, 'রাতে কার সঙ্গে কথা বলেন, কী কথা বলেন এইসব প্রশ্ন করছেন চেয়ারম্যান।' এথিক্স কমিটির (Ethics Committee) বৈঠক ছেড়ে বেরিয়ে এসে রাগ উগরে দেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রও।


সকাল ১১ টা থেকে নির্দিষ্ট সূচি অনুযায়ী এগোচ্ছিল এথিক্স কমিটির বৈঠক। হাজিরা দিতে সকাল ১০ টা ৫০ মিনিটেই পৌঁছে গিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ। লাঞ্চ ব্রেকের আগে বৈঠকের পর ফের তা শেষের পরও জারি ছিল বৈঠক।


কিন্তু দুপুর সাড়ে ৩ টে নাগাদ সওয়াল-জবাব পর্ব শুরু হতেই বৈঠকের তাল কাটে বলেই জানা যাচ্ছে। মহুয়া সহ বিরোধী সাংসদদের অভিযোগ, একজন মহিলাকে অপমানজনক বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে। অভিযোগ তোলা হয় এথিক্স কমিটির বিজেপি-সদস্যদের ও চেয়ারম্যান বিনোদ সোনকরের বিরুদ্ধে। যার পরই তুমুল ক্ষোভ উগরে দিয়ে বৈঠক থেকে ওয়াক আউট করে বেরিয়ে যান মহুয়া সহ বিরোধী সাংসদরা।


সূত্রের দাবি, প্রথমার্ধ্বে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর কাছে জানতে চাওয়া হয় যে, সাংসদদের পোর্টালের লগইন পাসওয়ার্ড তিনি কি কাউকে দিয়েছিলেন ? এথিক্স কমিটির বক্তব্য, মহুয়া মৈত্রর পাসওয়ার্ড ব্যবহার করে, বিদেশ থেকে ৪৭ বার সাংসদের পোর্টালে লগইন করা হয়েছে। আর, প্রতিবারই তা করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন ইস্যুতে বিশেষ করে আদানি সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করার জন্য।


এখানেই এথিক্স কমিটির প্রশ্ন, মহুয়া মৈত্র কি তাঁর পাসওয়ার্ড কাউকে দিয়েছিলেন ? এই বিষয়ে কিছু জানতেন কৃষ্ণনগরের সাংসদ ? এর পাশাপাশি, সূত্রের দাবি, শিল্পপতি দর্শন হিরানন্দানির সঙ্গে তাঁর কী সম্পর্ক ? কখন তাঁদের আলাপ হয়েছিল ? সেই বিষয়েও তথ্য জানতে চাওয়া হয়।


সূত্রের দাবি, এর পাল্টা এদিন মহুয়া মৈত্র প্রশ্ন করেন যে, একজন বন্ধুর সঙ্গে তাঁর সম্পর্ক। সেক্ষেত্রে তিনি কিছু উপহার পেয়ে থাকলে, সেটা নিয়ে এথিক্স কমিটিতে কেন আলোচনা হবে ? যার খানিক পরই প্রবল বাগবিগণ্ডা শুরু হয়ে যায়। 


 


আরও পড়ুন- ঊর্ধ্বমুখী তাপমাত্রায় শীতের পথে বাধা, বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায় ?