Chinese Manja Kite Strings: আজ মকর সংক্রান্তি। বিগত কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় ঘুড়ি ওড়ানোয় মেতেছেন সাধারণ মানুষ। আর আজকের দিনে তো মহা সমারোহে অনেক জায়গাতেই পালিত হয়েছে ঘুড়ি ওড়ানোর উৎসব। তবে উৎসবের এই আমেজের মধ্যেই বিভিন্ন রাজ্য থেকে পাওয়া গিয়েছে বেশ কয়েকটি মর্মান্তিক খবর। এর পিছনে রয়েছে নিষিদ্ধ হয়ে যাওয়া চিনা মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতো।
তেলেঙ্গানায় মারণ চিনা মাঞ্জায় প্রাণ হারিয়েছেন ৩৫ বছরের এক যুবক
তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় বুধবার মকর সংক্রান্তির দিন ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। জানা গিয়েছে, মৃতের নাম অভিদেশ। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, বাইকে করে যাচ্ছিলেন অভিদেশ। সেই সময় তাঁর গলায় লাগে ধারালো ঘুড়ির সুতো। চিনা মাঞ্জা দেওয়া ওই সুতোর জেরেই গলায় গভীর ক্ষত হয় যুবকের। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। এই ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্তও। কীভাবে ওই এলাকায় নিষিদ্ধ হওয়া চিনা মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতো এল, তা খতিয়ে দেখছে পুলিশ।
হায়দরাবাদেও ঘটেছে একাধিক দুর্ঘটনা
চিনা মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোয় গুরুতর ভাবে জখম হয়েছেন ১২ জনের বেশি লোক। বিগত কয়েক সপ্তাহে এই ধরনের দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে হায়দরাবাদ এবং তার আশপাশের বহু এলাকা থেকেই।
নাল্লাকুন্টা থানার এক্কজন অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টরও চিনা মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোয় আঘাত পেয়েছেন গলায়। গত রবিবার বাইকে করে রমানাথপুর এলাকা দিয়ে যাচ্ছিলেন তিনি। নমপল্লে এক্সিবিশন গ্রাউন্ডের দিকে যাওয়ার সময় এই এএসআই- এর গলায় ঘুড়ির সুতোর প্যাঁচ লাগে। গভীর ক্ষত তৈরি হয়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গলায় ১০টি সেলাই পড়েছে ওই পুলিশকর্মীর। উপ্পল পুলিশের তরফে ভারতীয় ন্যায় সংহিতার ১২৫ নম্বর ধারা অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে এই ঘটনায়।
অন্যদিকে, ৭০ বছর বয়সী এক বৃদ্ধার পা কেটে গিয়েছে ঘুড়ির চিনা মাঞ্জা দেওয়া সুতোয়। মীরপেট অঞ্চলে এই ঘটনা ঘটেছে মঙ্গলবার, অর্থাৎ গতকাল। পায়ে গুরুতর চোট পেয়েছেন ওই বৃদ্ধা।
কর্নাটকের বিদার জেলাতেও মৃত্যু হয়েছে এক ব্যক্তির
বাইকে করে যাওয়ার সময় ৪৮ বছর বয়সী সঞ্জুকুমারের গলায় লাগে ঘুড়ির মাঞ্জা সুতোর প্যাঁচ। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য রাস্তাতেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনাতেও মামলা রুজু করেছে পুলিশ।