কুয়ালালামপুর: ছবির মতো সাজানো রাস্তা। এগিয়ে চলেছে একের পর এক গাড়ি। তার মধ্যেই আচমকা বিপত্তি। শূন্য থেকে আচমকাই এল বিমান। ছুটে চলা চার চাকা, দু'চাকার উপরই আছড়ে পড়ল সজোরে। বৃহস্পতিবার মালয়েশিয়ায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তাতে বিমানে থাকা আট যাত্রীর মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে দুই মোটর সাইকেল আরোহীর। (Malaysia Plane Crash)
বৃহস্পতিবার মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। হালকা ওজনের একটি প্রাইভেট জেট ভেঙে পড়েছে সেখানে। ব্যস্ত সময়ে একেবারে হাইওয়ের উপর আছড়ে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গে তীব্র বেগে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী উপরে উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকাও। (Viral Video)
দুর্ঘটনার সময় চার লেন বিশিষ্ট ওই হাইওয়েতে সারি দিয়ে ছুটে চলছিল একের পর এক গাড়ির, মোটর সাইকেল। একটি গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরায় দুর্ঘটনার মুহূর্ত বন্দি হয়েছে। ওই দৃশ্য ছড়িয়ে পড়েছে নেট দুনিয়াতেও, যা দেখে শিউড়ে উঠেছেন সকলে। চোখের নিমেষে মাটিতে মিশে যেতে দেখা গিয়েছে বিমানটিকে।
সেলাঙ্গরের পুলিশ আধিকারিক হুসেন ওমর খান জানিয়েছেন, প্রাইভেট চার্টার্ড বিমানটিতে যাত্রী ছিলেন ছ'জন। দু'জন বিমানকর্মীও ছিলেন। সজোরে হাইওয়ের উপর আছড়ে পড়ে বিমানটি। গাড়ি এবং মোটরসাইকেলের উপর ভেঙে পড়ে। তাতে আরও দু'জনের মৃত্যু হয়েছে।
দেশের পরিবহণ মন্ত্রী অ্যান্টনি লোকে জানিয়েছেন, উত্তরের দ্বীপের একটি রিসর্ট থেকে ওই বিমানটি ওড়ে। সুবাং বিমানবন্দরের অনুমোদন ছিল তাদের কাছে। অবতরণেও কয়েক মিনিটই বাকি ছিল। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে, শাহ আলম জেলার হাইওয়ের উপর ভেঙে পড়ে।
মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, তীব্র গতিতে এসে, সজোরে আছড়ে পড়ে বিমানটি। তীব্রতা এত বেশি ছিল যে, আশেপাশের বাড়িগুিলি কেঁপে ওঠে। আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী বহুতলের সমান উচ্চতায় উপরে উঠে যায়। দুর্ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এবং উদ্ধারকারী দল। মৃতদেহগুলিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সকলকে শনাক্ত করা সম্ভব হয়নি এখনও পর্যন্ত। বিমানের ব্ল্যাক বক্সের খোঁজ চলছে। সেটি পেলে দুর্ঘটনার আসল কারণ জানা সম্ভব হবে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।