করুণাময় সিংহ, রতুয়া(মালদা) : ফের মালদায় গুলিবিদ্ধ ব্যবসায়ী। এবার রতুয়ায়। মোটরবাইকে বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ পেশায় ট্রাক্টর ব্যবসায়ী লাল মোহাম্মদ। বয়স ৩৭ বছর। বাড়ি রতুয়া থানার কাহালার আশুটোলা এলাকায়। চিকিৎসার জন্য তাঁকে আনা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।


জানা গেছে, সন্ধ্যায় জগন্নাথপুর এলাকা থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন লাল মোহাম্মদ। সেই সময় হঠাৎই কাহালা এলাকায় কে বা কারা পেছন থেকে এসে গুলি চালায়। তাঁর ডান পায়ে গুলি লাগে। গুলির শব্দে আশেপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ছিনতাইয়ের উদ্দেশ্যেই হামলা বলে প্রাথমিক অনুমান পুলিশের। 


তবে, ওই ব্যবসায়ীর কাছ থেকে কোনও টাকা ছিনতাই করতে পারেনি দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রতুয়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।


প্রসঙ্গত, দিনকয়েক আগেই ইংরেজবাজার থানার শোভানগর এলাকায় শ্যুটআউটের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন ব্যবসায়ী নেপাল চৌধুরী। তিনি এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। শোভানগর বাসস্ট্যান্ড এলাকায় তাঁর মিষ্টির দোকান রয়েছে। সেই মিষ্টির দোকানের সামনে তিনি বসেছিলেন। সেই সময় বাইকে করে এসে দুই দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়। তাঁর পিঠে গুলি লাগে। ঘটনার পর সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।


এদিকে তৃণমূলকর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। বিজেপির দিকে আঙুল তুলে রীতিমতো হুঁশিয়ারি দেয় তৃণমূল। জমি সংক্রান্ত বিষয়ে গোষ্ঠীকোন্দলের জেরে তৃণমূল নেতা আক্রান্ত হন বলে পাল্টা দাবি করেছে বিজেপি। অন্যদিকে জমি বিবাদের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। 


জেলার পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের একজনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় ইতিমধ্যেই অস্ত্র আইনে মামলা রয়েছে। জমি বিবাদের জেরে এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।