মালি : মহামারী আবহেই মন ভাল করা খবর। একসঙ্গে ৯ নতুন প্রাণকে পৃথিবীর আলো দেখালেন ২৫ বছরের এক যুবতী। ঘটনাটি ঘটেছে পশ্চিম আফ্রিকার অন্তর্গত মালিতে। চিকিৎসকদের অবাক করে পরপর ৯ সন্তানের জন্ম দিয়েছেন পশ্চিম আফ্রিকার হালিমা সিসে। চিকিৎসকরাও এই ঘটনায় কার্যত অবাক হয়েছেন। সরকারের তরফে জানানো হয়েছে, সুস্থ রয়েছেন মা এবং তাঁর সন্তানরা। 


করোনার সঙ্কটকালে বিশ্বজুড়ে হাহাকার। মৃত্যুমিছিল অব্যাহত। এই পরিস্থিতিতেও এমন খবরে হাসি ফুটছে সকলের মুখেই। জানা গিয়েছে, পশ্চিম আফ্রিকার অন্তর্গত মালিরই বাসিন্দা ২৫ বছর বয়সি হালিমা সিসে। মঙ্গলবার একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়েছেন তিনি। দেশের স্বাস্থ্যমন্ত্রী ফ্যান্টা সিবি জানিয়েছেন, একই সঙ্গে ৫ কন্যা এবং ৪ পুত্রের জন্ম দিয়েছেন হালিমা। মা এবং তাঁর সন্তানরা সুস্থ রয়েছেন। 


গর্ভবতী হওয়ার পর যখন চিকিৎসকের পরামর্শ নিতে যান হালিমা, তখন আল্ট্রাসাউন্ডে ৭ সন্তানের অস্তিত্ব ধরা পড়েছিল। এরপরে সেখান থেকে হালিমাকে মরক্কোয় চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানেও আল্ট্রাসাউন্ডে ৭ শিশুর অস্তিত্ব ধরা পড়ে। তবে ডেলিভারির সময়ে কার্যত সকলকে অবাক করে ৯ সন্তানের জন্ম দেন তিনি। প্রত্যেকেই সিজারিয়ান। বিশেষজ্ঞরা বলছেন, একসঙ্গে ৭ সন্তান বহন করার ঘটনাও খুব কম। তবে এ ক্ষেত্রে ৯ সন্তান বহনের ঘটনা সম্ভাবত এই প্রথম।


মরক্কোর স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র রশিদ কৌঢারি জানান, দেশের কোনও হাসপাতালে এমন ঘটনার উদাহরণ নেই। তবে মালির স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে,  ক্রিস পাঁচটি মেয়ে এবং চার ছেলেকে জন্ম দিয়েছেন।


চিকিৎসার জন্য মার্চ থেকে পরিবারের সঙ্গে মরক্কোতেই রয়েছেন হালিমা সিসে। যদিও হালিমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন চিকিৎসকরা। চিন্তা ছিল তাঁর সন্তানদের নিয়েও। সব দিক মাথায় রেখেই অস্ত্রোপচার করেই তাঁর প্রসবের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেইমতো হাসপাতালের প্রসব বিভাগে ভর্তি করানো হয় হালিমাকে। সেখানেই ডেলিভারির সময়ে সকলকে অবাক করে একে একে ৯ সন্তান প্রসব করেন তিনি। চিন্তা থাকলেও হালিমার চিকিৎসকরা জানিয়েছেন, ভাল আছেন সন্তানরা এবং মা।