নয়া দিল্লি: রবিবার কংগ্রেসের (Congress) মহা অধিবেশনের সমাপ্তি দিনে ফের আদানি (Adani)-ইস্যুতে মোদিকে (Narendra Modi) বিঁধলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কংগ্রেস সভাপতির কথায়, মোদি দেশের মানুষের অর্থ ও সম্পত্তি আদানিকে দিচ্ছেন। আদানিকে এত বড় করার নেপথ্যে রয়েছেন মোদিই। তাই আজ সেই ব্যক্তি হাতির মতো মোটা হয়ে গিয়েছেন।                               


শতাব্দীপ্রাচীন দলের ৮৫ তম পূর্ণাঙ্গ অধিবেশনের তৃতীয় দিনে ভাষণ দেওয়ার সময় খাড়্গে বলেন, “কয়েক জন লোকই এই দেশের সম্পত্তি লুট করছে। মোদিজি আমাদের কাছ থেকে প্রতিটি (সম্পত্তি) কিনে সেই টাকা দিয়ে একজনকে আমাদের টাকা ও সম্পত্তি দিচ্ছেন।”                                                                


অন্যদিকে, রবিবার কংগ্রেসের মহা অধিবেশনের সমাপ্তি দিনে প্রাক্তন কংগ্রেস সভাপতি আদানি ইস্যুতে দীর্ঘ ভাষণ দেন। সেই সঙ্গে রাহুল ঘোষণা করেন, আদানিদের লুঠতরাজের কথা দেশবাসীর সামনে তুলে ধরতে তিনি ফের ভারত জোড়ো যাত্রায় বেরোবেন।                                                 


আরও পড়ুন, আবগারি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লির উপ-মুখ্যমন্ত্রী






রাহুলের ভাষণের সিংহভাগ জুড়ে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা। তিনি বলেন, সংসদে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আদানির সম্পর্কের বিষয়ে জানতে চেয়েছিলাম। জবাব মেলা দূরের কথা, প্রশ্নটাই কার্যবিবরণী থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাই দেশের নানা প্রান্তে গিয়ে মানুষকে বলতে চাই সংসদে তোলা প্রশ্নগুলি।