কলকাতা: এবার ভাতা দেওয়ার সিদ্ধান্ত আদিবাসী পুরোহিতদেরও। দ্বিতীয় দফায় শুরু হচ্ছে পুরোহিত ভাতার তালিকা তৈরির কাজ। খবর নবান্ন সূত্রে। সূত্রের খবর, রাজ্যের সব মন্দিরের পুরোহিতদের নাম তালিকাভুক্ত করার জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের।


গত ১৪ সেপ্টেম্বর নবান্নে সনাতনী দরিদ্র ব্রাহ্মণ পূজারীদের জন্য ভাতা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই প্রসঙ্গে তিনি বলেন, এখনও পর্যন্ত একাধিকবার দেখা করেছিল, সমস্যার কথা জানিয়েছিল। অনেকে মন্দিরে পুজো করে। কিন্তু গরিব। সংসার চালানো দুষ্কর হয়ে পড়ছে। সেই আবেদনের ভিত্তিতে সনাতন ব্রাহ্মণদের সাহায্য করা হবে।


অন্যদিকে, সরকারের পুরোহিত ভাতার সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়েছে। সেখানে হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দেয়, পুরোহিত ভাতা কীসের ভিত্তিতে, কোন যুক্তিতে দেওয়া হবে, তা হলফনামা দিয়ে আদালতকে জানাতে।


এর পাশাপাশি, তালিকা নিয়ে উঠেছে অসঙ্গতির অভিযোগ। যেমন দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে অভিযোগ, তালিকায় পুরোহিতের জায়গায় উঠেছে মুদির দোকানের মালিকের নাম। আবার, একাধিক প্রাচীন মন্দিরের পুরোহিতের নাম বাদ পড়ার অভিযোগও ওঠে। গরমিলের অভিযোগ স্বীকার করেও নিয়েছেন জয়নগরের তৃণমূল বিধায়ক।


তার মধ্যেই দ্বিতীয় দফার তালিকা তৈরির নির্দেশ। নাবান্ন সূত্রে খবর, প্রথম দফার তালিকা ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে। তাঁদের ভাতা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।