কলকাতা : কুস্তিগিরদের (Wrestlers) পুলিশি হেনস্থার তীব্র প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কুস্তিগিরদের পাশে থাকার বার্তা দিয়ে মমতার বক্তব্য, "দেশের জন্যেই তো মেডেল জিতেছেন।" এই মর্মে হাজরা থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মিছিল করার কথা ঘোষণা করেন তিনি।


বিজেপি সাংসদ (BJP MP) তথা দেশের কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত দেশের হয়ে পদকজয়ী কুস্তিগিরদের। তাঁদের অভিযোগ, এক মাইনর-সহ একাধিক মহিলা কুস্তিগিরকে যৌন হেনস্থা করেছেন ব্রিজ ভূষণ। তাঁদের দাবি, যৌন হেনস্থার অভিযোগ ওঠার পরেও ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। 


এই পরিস্থিতিতে কুস্তিগিররা জানিয়েছেন, তাঁরা হরিদ্বারে গঙ্গা নদীতে তাঁদের জেতা পদক ভাসিয়ে দেবেন। কারণ, তাঁরা মনে করছেন, তাঁদের জেতা সেই পদকগুলির আর কোনও "অর্থ নেই।" কারণ, সমগ্র সিস্টেম তাঁদের এই সাফল্যকে রাজনৈতিক উদ্দেশে "মাস্ক" হিসাবে ব্যবহার করছে। ইতিমধ্যেই পদক ভাসিয়ে দেওয়ার জন্য হরিদ্বারের উদ্দেশে রওনা দিয়েছেন কুস্তিগিররা। আজই সন্ধে ৬টা নাগাদ সেগুলি গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা তাঁদের। অলিম্পিক্স পদক জয়ী সাক্ষী মালিক থেকে বিশ্বচ্যাম্পিয়ন বজরং পুনিয়াও রয়েছেন তাঁর মধ্যে। ইতিমধ্যেই একটি ভিডিও প্রকাশ করেছেন অলিম্পিক্স পদকজয়ী সাক্ষী মালিক। সেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে জেতা পদকগুলি ব্যাগে ভরতে দেখা যায় তাঁকে। পরে তাঁরা ফিরে এসে দিল্লির ইন্ডিয়া গেটে আমরণ অনশনে বসবেন।


নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনেই কুস্তিগীরদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির যন্তর মন্তর চত্বর। ভিনেশ ফোগত, বজরং পুনিয়া, সাক্ষী মালিক-সহ ৩ কুস্তিগীর এবং ১০৯ জন আন্দোলনকারীদের আটক করে দিল্লি পুলিশ। পরে মহিলাদের ছেড়ে দেওয়া হয়। আন্তর্জাতিক পদকজয়ী কুস্তিগীরদের বিরুদ্ধে হিংসা ছড়ানো, পুলিশকে নিগ্রহ, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। খালি করে দেওয়া হয়েছে যন্তর মন্তর চত্বর। আন্দোলনকারী কুস্তিগীরদের সেখানে আর ধর্নায় বসতে দেওয়া হবে না বলেও পুলিশ জানিয়েছে। আন্দোলন চলবে বলে পাল্টা জানিয়েছেন কুস্তিগীররা। যন্তর মন্তরের এই ঘটনায় কুস্তিগীরদের সমর্থন জানিয়ে নিন্দায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল, এম কে স্ট্যালিন, প্রিয়ঙ্কা গান্ধী-সহ বাম নেতারা। 


আরও পড়ুন ; দেশের হয়ে জেতা পদক হরিদ্বারের গঙ্গায় বিসর্জন দেবেন কুস্তিগীররা, বসবেন আমরণ অনশনে