বেঙ্গালুরু: মানুষ টাকার জন্য এতটা নৃশংস হতে পারে? বেঙ্গালুরুর গায়ের রোম খাড়া করে দেওয়া ঘটনাটা জানার পর বলতে বাধ্য হবেন, হ্য়াঁ, পারে। তথ্য ও প্রযুক্তি নগরীর এক ব্যক্তি বাপের বাড়ি থেকে তাঁর দাবি মতো টাকা আনতে না পারায় স্ত্রীর গোপনাঙ্গ আগুনে পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ। অভিযুক্ত সূরজ সিংহের পানের দোকান আছে। রামমূর্তি নগরের বাসভবনে এ ঘটনার পর থেকেই পলাতক সূরজ, তাঁর মা। নির্যাতিতার চিকিত্সা চলছে।
অভিযোগ, এক বছর আগে ২২ বছরের নির্যাতিতার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই পণের দাবিতে অত্যাচার শুরু করেন সূরজ। ৭ অক্টোবর সূরজ স্ত্রীকে বাবা-মায়ের কাছ থেকে আরও টাকা নিয়ে আসতে বলেন। তবে স্ত্রী তাঁকে পাল্টা জানিয়ে দেন, তাঁর বাপের বাড়ি থেকে দেওয়া যাবতীয় যৌতুক তিনি ফেরত্ দিন। এ নিয়ে কথাকাটাকাটি শুরু হয়। তার মধ্যেই রাগের মাথায় সূরজ স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। প্রতিবেশীরা মহিলার আর্তনাদ শুনে ছুটে এসে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন।
মহিলার বাবা-মা পণের দাবিতে অত্যাচারের অভিযোগে মামলা রুজু করেছেন। ছেলে যখন পুত্রবধূকে আগুনে পোড়াচ্ছে, তখন বাড়িতেই ছিলেন সূরজের মা। প্রতিবেশীরা আসতেই মা-ছেলে চম্পট দেন।
লকডাউন চালু হওয়ার পর থেকেই দেশে গার্হস্থ্য হিংসা বেড়েছে বলে জানাচ্ছে তথ্যপরিসংখ্যান। এধরনের যত ঘটনা প্রকাশ্যে আসছে, তা হিমশৈলের চূড়ামাত্র বলে মনে করছেন বিশেষজ্ঞরা।