ফ্লোরিডা: দামী দামী জিনিসপত্র কিনতে কার না মন চায়! কিন্তু সাধ থাকার মানা না থাকলেও সাধ্য তো বুড়ো আঙুল দেখিয়েই দায় সারে। আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা ক্যাসে উইলিয়াম কেল্লে অবশ্য সাধ্যকে পাত্তা দিতে রাজি নন। বাড়িতেই চেক ছাপিয়ে এক কোটি টাকার পোর্সে গাড়ি কিনে ফেলেছেন তিনি।
ওকালুসা প্রদেশের পোর্সে গাড়ির ডিলারের শোরুমে ঢুকে পোর্সে ৯১১ টার্বো ম়ডেলটি পছন্দ করেন কেল্লে। সটান এক কোটির চেক তুলে দেন বিক্রেতাকে। ২৭ জুলাইয়ের ওই চেক ভাঙাতে গিয়ে বিক্রেতা বুঝতে পারেন কেল্লে তাঁকে জাল চেক দিয়ে ঠকিয়েছেন। ওয়ালটন কাউন্ট শেরিফ অফিসে অর্থাৎ পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পোর্সে চড়ার সখ ভাল করে পূরণ হওয়ার আগেই কেল্লে গ্রেফতার হয়ে যান।
তবে শুধু গাড়ি নয়, তাঁর ঘড়ির সখও রয়েছে। মিরামার সমুদ্রতটের কাছে একটি গয়নার দোকানে ঢুকে তিনি তিনটি রোলেক্স ঘড়ি কেনার চেষ্টা করেন আর একটি জাল চেক দিয়ে। ঘড়ি বিক্রেতা সাবধানী, তিনি বলেন, চেক ভাঙানোর পরে ঘড়ি হস্তান্তর করা হবে। চেক জমা পড়তেই বোঝা যায় তা জাল। সঙ্গে সঙ্গে ওই বিক্রেতা পুলিশে খবর দেন। আরও একবার ফাঁস হয়ে যায় কেল্লের জাল চেকের বিষয়টি। পুলিশ গ্রেফতার করার পর তিনি জানান, ওই চেক কোনও ব্যাঙ্কের নয়। তাঁর বাড়ির কম্পিউটারে বসে নকল চেক বানিয়ে নিয়েছিলেন।
গাড়ি, ঘড়ি সব ফেরত গিয়েছে শোরুমে। জেলে দিন কাটাচ্ছেন বিলাসী উইলিয়াম কেল্লে।
বাড়িতেই চেক ছাপিয়ে ১ কোটির গাড়ি কিনে ফেললেন ফ্লোরিডার এই বাসিন্দা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Aug 2020 02:51 PM (IST)
ওকালুসা প্রদেশের পোর্সে গাড়ির ডিলারের শোরুমে ঢুকে পোর্সে ৯১১ টার্বো ম়ডেলটি পছন্দ করেন কেল্লে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -