বেঙ্গালুরু : 'প্রেমে ধাক্কা খেয়ে' চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন যুবক। কর্ণাটকের ম্যাঙ্গালুরুর একটি লজে উদ্ধার হল উত্তর প্রদেশের এক বাসিন্দার দেহ। ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বছর ৪০ এর ব্যক্তির দেহ। পুলিশের প্রাথমিক সন্দেহ,আত্মহত্যাই করেছেন তিনি। আর তদন্তে নেমে উঠে আসছে ভয়াবহ এক তথ্য । উঠে আসছে এক মহিলার নাম, যিনি নিজের সম্পর্কে তথ্য গোপন করে ওই ব্যক্তিকে নানাভাবে ফাঁসিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ।
প্রেমে জড়ানোর পর জানেন মহিলা বিবাহিত ও সন্তানের মাইন্ডিয়া টুডে সূত্রে খবর, চেন্নাইয়ের একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন অভিষেক সিং। কর্মসূত্রেই এসেছিলেন ম্যাঙ্গালুরুতে । সেখানেই একটি লজে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁর দেহ। পুলিশের সন্দেহ আত্মহত্যাই করেছেন কারণ, মৃত্যুর আগে, অভিষেক তাঁর সিদ্ধান্তের দায় চাপিয়েছেন এক মহিলার ঘাড়ে। একটি ভিডিও রেকর্ড করেন এবং ইনস্টাগ্রাম এবং ফেসবুকে শেয়ারও করেছেন অভিষেক। ওই ভিডিওতে তিনি দাবি করেন, তিনি জানতেন না মহিলাটি বিবাহিত এবং সন্তানের মা। এর ফলে তিনি এমন সঙ্কটজনক পরিস্থিতিতে পড়েছেন। টাকা আদায়ের জন্য চাপ তাঁর অভিযোগ , মহিলাটি তাঁর কাছ থেকে টাকাও দাবি করেছিলেন। সেই মহিলা নাকি হুমকিও দেন, যদি তিনি টাকার দাবি মেনে না নেন, তাহলে পরিণাম হবে ভয়ঙ্কর। ওই ব্যক্তির অফিসে গিয়ে অভিযোগ জানাবেন তিনি। ইন্ডিয়া টুডে সূত্রে খবর, অভিষেক আরও বলেন, তিনি খুব খারাপভাবে তাদের ফাঁদে পড়ে গিয়েছেন। তাঁর জীবন ধ্বংস হয়ে গিয়েছে। তাই তিনি বেঁচে থাকার মধ্যে কোনও লাভ দেখছেন না। অভিষেকের অভিযোগ, ওই মহিলা মানুষকে ব্যবহার করে, খরচ বহন করতে বাধ্য করে, তারপর তাদের থেকে সুবিধে আদায় করে।
মহিলার খোঁজ করছে পুলিশ মৃতর ভাইও পুলিশকে জানিয়েছেন, মহিলার সম্পর্কে সত্য জানার পর একেবারে ভেঙে পড়েছিলেন অভিষেক। পুলিশ সূত্রে খবর, এখন তাঁর ভাইয়ের দায়ের করা অভিযোগ অনুযায়ী তদন্ত হচ্ছে। খোঁজ চলছে অভিযুক্ত মহিলা মৃতর ভাইয়ের অভিযোগ, মহিলাটি অভিষেকের কাছ থেকে প্রায় ১০-১৫ লক্ষ টাকা আদায় করেছিলেন। কর্ণাটক পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ১০৮ ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে।