এক পুলিশ অফিসার বলেন, পুলিশকর্মীরা কিছু বুঝে ওঠার আগেই সে জোর করে কনভয় থামিয়ে দেয়। কম্যান্ডোরা গাড়ি থেকে লাফিয়ে বেরিয়ে তাকে ঘিরে ধরেন। জিজ্ঞাসাবাদে বেরয়, সে উত্তরপ্রদেশের কুশীনগরের বাসিন্দা। বয়স আনুমানিক ৩৫ বছর। সে মানসিক ভারসাম্যহীন বলে পুলিশের সন্দেহ। রাজনাথের কনভয় সংসদ ভবনের দিকে যাচ্ছিল। তখনই সে তার সামনে শুয়ে পড়ে দাবি করে, তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার অনুমতি দিতে হবে, সে আধার কার্ডে নিজের নাম বদলাতে চায়। তাকে পুলিশ ও গোয়েন্দা শাখার লোকজন যৌথভাবে জেরা করছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের মুখপাত্র অনিল মিত্তল। সে গত কয়েকদিন ধরে রেল স্টেশনে কাটিয়েছে বলেও জেরায় জানিয়েছে লোকটি। পুলিশ তার বাড়ির লোকজনদের ঠিকানা জোগাড় করার চেষ্টা করছে যাতে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের হাতে তাকে তুলে দেওয়া যায়।