অর্ডারের ছবি টুইট করে গৌতম লিখেছেন, বোস ওয়ারলেস ইয়ারবাডস (১৯,০০০ টাকা) ডেলিভারি করা হয়েছে স্কিন লোশনের (৩০০ টাকা) বদলে। আমাজন বলেছে, রেখে দিতে কারণ এটা নন রিফান্ডেবল অর্ডার!
ছবিতে দেখা যাচ্ছে, বোস ইয়ারবাডসের সঙ্গে এক প্যাকেট কাপড় কাচা গুঁড়ো সাবানও তাঁকে পাঠানো হয়েছে। এরপরেই সকলে তাঁকে ছেঁকে ধরেন, ঠিক কোন স্কিন লোশনের অর্ডার দিলে বোস কোম্পানির হেডফোন ফ্রিতে পাওয়া যায়।
ফলো আপ টুইটে গৌতম জানিয়েছেন, যে লোশনের জন্য তিনি অর্ডার করেছিলেন, তার টাকা তাঁকে রিফান্ড করেছে আমাজন। ভাবা যায়!