পিঠে ৫৪২ গ্রাম গলানো সোনা, লখনউয়ে গ্রেফতার ১
ABP Ananda, Web Desk | 25 Oct 2019 01:40 PM (IST)
সন্দেহ এড়ানোর জন্য ৫৪২ গ্রাম সোনা অর্ধেক গলিয়ে পিঠে আটকে নেয় বলে অভিযোগ।
লখনউ: ৫৪২ গ্রাম সোনা পিঠে আটকে চম্পট দিচ্ছিল সে। কিন্তু হাতেনাতে ধরা পড়ে গেল লখনউয়ের চৌধুরী চরণ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দরে। জানা গিয়েছে, তার পিঠে সাঁটা সোনার বাজার দাম ২১ লক্ষ টাকার বেশি! অভিযুক্ত আজ সকালেই দুবাই থেকে লখনউ বিমানবন্দরে নামে। সন্দেহ এড়ানোর জন্য ৫৪২ গ্রাম সোনা অর্ধেক গলিয়ে পিঠে আটকে নেয় বলে অভিযোগ।