পানাজি: নিজেকে উত্তরপ্রদেশের মন্ত্রী পরিচয় দিয়ে ভুয়ো নথি জমা করে গোয়ার সরকারি গেস্টহাউসে ১০ দিন কাটানোর অভিযোগে ধৃত ব্যক্তি। গ্রেফতার করা হয়েছে তাঁর ৪ সহযোগীকেও।
বৃহস্পতিবার, গোয়া পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তরফে জানানো হয়েছে, পাঁচজনকে ওই গেস্টহাউস থেকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ কুমার সবন্ত পুলিশকে মূল অভিযুক্ত সুনীল সিংহের বিষয়ে অবগত করেন। এরপরই, ওই গেস্টহাউস থেকে ভুয়ো মন্ত্রী ও তাঁর চার সহযোগীকে পাকড়াও করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই গেস্ট হাউসে গত ১২ দিন ধরে থাকছিলেন ধৃতেরা। এমনকী, গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদনও করেছিলেন। সেখানে, নিজেকে উত্তরপ্রদেশের সমবায় মন্ত্রী হিসেবে পরিচয় দেন সুনীল। যে কারণে, তাঁকে গোয়া পুলিশের তরফে ব্যক্তিগত নিরাপত্তাও প্রদান করা হয়েছিল।
তবে, তাঁর ব্যবহার নিয়ে সন্দেহ হওয়ায়, সবন্ত গোয়া পুলিশকে খোঁজ নিতে বলেন। মঙ্গলবার সুনীল সহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার মুখ্যমন্ত্রী বলেন, আমি ক্রাইম ব্রাঞ্চকে নির্দেশ দিই এই ব্যক্তিকে গ্রেফতার করতে। উনি চিঠি ও ইমেল জাল করে নিজেকে উত্তরপ্রদেশের মন্ত্রী হিসেবে পরিচয় দেন। এমনকী, ওই পরিচয়ে গোয়ার সমবায় মন্ত্রী গোবিন্দ গাওড়ের সঙ্গেও দেখা করেন।
গাওড়ে বলেন, আমাকে বলা হয়, উনি উত্তরপ্রদেশের সমবায় মন্ত্রী ও রাজ্যের অতিথি। আমি ১০ মিনিটের মতো সময় ওনার সঙ্গে কথা বলেছি। আমারও ওনার কথায় কিছুটা সন্দেহ হয়েছিল। বাড়ি ফিরে ইন্টারনেটে তথ্যও খুঁজেছিলাম। কিন্তু ওনার সম্পর্কে কিছু পাইনি। তবে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় এই বিষয়টি মাথা থেকে বেরিয়ে গিয়েছিল।
গোয়া ক্রাইম ব্রাঞ্চের তরফে জানানো হয়েছে, ধৃতেরা উত্তরপ্রদেশ সরকারের নথি জাল করেছিল। অভিযুক্তরা এমনকী প্রধান অতিথি হিসেবে একটি স্কুলের অনুষ্ঠানেও উপস্থিত ছিল।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
উত্তরপ্রদেশের মন্ত্রী পরিচয়ে গোয়ায় সরকারি গেস্ট-হাউসে দিনযাপন, গ্রেফতার ভুয়ো
Web Desk, ABP Ananda
Updated at:
09 Jan 2020 12:40 PM (IST)
গ্রেফতার করা হয়েছে তাঁর ৪ সহযোগীকেও।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -