নয়াদিল্লি: গত দেড় দিনে নিজামুদ্দিন এলাকা থেকে ২৩৬১ জনকে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতাল বা আইসোলেশন সেন্টারে। সমাবেশে যোগ দেওয়া বহু মানুষের শরীরেই কোভিড-১৯ এর সন্ধান মিলেছে। তাই পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের প্রশাসনের তরফেও জমায়েতে অংশগ্রহণকারীদের চিহ্নিত করে কোয়ারেন্টিন করা হচ্ছে।
এমনই এক ব্যক্তির চিকিৎসা চলছিল দিল্লির রাজীব গাঁধী সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। বুধবার সাত তলার জানলা দিয়ে লাফ দেন তিনি। যদিও ওই ব্যক্তিকে তৎপরতার সঙ্গে উদ্ধার করেছে হাসপাতালের লোকজনই।
আত্মহত্যার চেষ্টাতেই এই মরিয়া লাফ, মনে করা হচ্ছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা নিয়ে। ভবিষ্যতে সুরক্ষাবলয় আরও কঠিন করা হবে বলে আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের।
হাসপাতালের সাত তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা নিজামুদ্দিনের সমাবেশে অংশগ্রহণকারী চিকিৎসাধীন ব্যক্তির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Apr 2020 01:57 PM (IST)
নিজামুদ্দিনে অংশ নেওয়া এক ব্যক্তির চিকিৎসা চলছিল দিল্লির রাজীব গাঁধী সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। বুধবার সাত তলার জানলা দিয়ে লাফ দেন তিনি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -