পূর্ব বর্ধমান: বাড়ির ভিত খুড়তেই উদ্ধার গুপ্তধন। উদ্ধার কলসি ভর্তি রুপোর মুদ্রা! কিন্তু, আনন্দ তো দূরের কথা, এই ঘটনার পর বিপাকে জমির মালিক।


পূর্বস্থলীর হামিদপুরের বাসিন্দা সাজিজুল শেখ সম্প্রতি নতুন জমি কেনেন। ১৮ সেপ্টেম্বর নতুন জমিতে বাড়ি বানানোর জন্য ভিত কাটার কাজ শুরু হয়। মাটি খুঁড়তেই চক্ষু চড়ক গাছ! উদ্ধার পিতলের কলসি, কলসিতে রুপার মুদ্রা।


কিছুক্ষণের মধ্যেই রটে যায় খবর। সূত্রের খবর, ১০ গ্রামের ৩৭টি রুপোর মুদ্রা উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । কিন্তু, পুলিশ রুপোর মুদ্রাগুলো নিয়ে গেলেও, তারপর থেকেই সাজিজুলকে ভয় দেখানো হচ্ছে এমনকি মারধরও করা হয়েছে বলে অভিযোগ।


গবেষকরা বলছেন, মুদ্রাগুলি ১৮৮৭ থেকে ১৯১৭ সালের মধ্যের। রুপোর মুদ্রা উদ্ধারের পর থেকে এলাকায় জোর চাঞ্চল্য। বসানো হয়েছে পুলিশি পাহারা।