অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আজ, সোমবার মাঝরাত থেকেই বিভিন্ন টোল প্লাজায় বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে ফাস্ট্যাগ পদ্ধতি। এর আগে একাধিকবার ডেটলাইন-এর মেয়াদ বাড়ানো হয়েছে। আজ মাঝরাতের পরই টোল প্লাজায় ফাস্ট্যাগ স্টিকার ছাড়া গাড়িকে দ্বিগুণ টোল গুনতে হবে।


একের পর এক ডেডলাইনের মেয়াদ বৃদ্ধি শেষমেশ সোমবার মাঝরাত থেকেই বিভিন্ন টোলপ্লাজায় বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে ফাসট্যাগ পদ্ধতি। গত মাসেই ফাসট্যাগ পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হলেও, ন্যাশানাল হাইওয়ে অথরিটির তরফে বলা হয় করোনাকালে অনেকেই ফাস্ট্যাগ লাগাতে পারেননি। তাই মেয়াদ বাড়িয়ে ১৫ই ফেব্রুয়ারি করা হয়। ন্যাশনাল হাইওয়ে অথরিটির তরফে জানানো হয়েছে, সোমবার মাঝরাতের পর থেকে টোল প্লাজায় ফাসট্যাগ স্টিকার ছাড়া গাড়িকে দ্বিগুণ টোল দিতে হবে। সেই টাকা নগদে বা কার্ডের মাধ্যমে দেওয়া যাবে। ফাস্ট্যাগ কী? কীভাবেই বা তা কাজ করে? 


গাড়ির ডিজিটাল তথ্য সম্বলিত ট্যাগ হল ফাসট্যাগ। এই ফাসট্যাগ গাড়ির সামনের উইন্ড স্ক্রিনে লাগানো থাকে। টোল প্লাজায় গেট-এ লাগানো সেন্সর ফাসট্যাগ রিড করবে। এরপর ট্যাগের সঙ্গে যুক্ত থাকা অ্যাকাউন্ট বা ওয়ালেট থেকে কেটে নেওয়া হবে টাকা।


কোনও কারণে ফাসট্যাগ অ্যাকাউন্টে টাকা ফুরিয়ে গেলে টোল প্লাজায় রাখা পয়েন্ট অব সেলিং মেশিন থেকে তা রিচার্জ করানো যায়। সরকারি-বেসরকারি মিলিয়ে দেশের ২০টির বেশি ব্যাঙ্কে ফাসট্যাগ স্টিকার পাওয়া যাচ্ছে। রাজ্যে ২৫টি জাতীয় সড়কের ওপর টোল গেট রয়েছে। প্রশাসন সূত্রে খবর, সবগুলিতেই ফাসট্যাগের প্রস্তুতি সম্পূর্ণ। ফাসট্যাগ চালুর ফলে টোল প্লাজায় গাড়ির গতি বাড়বে। স্বাভাবিকভাবেই ব্যস্ত সময়ে এড়ানো যাবে গাড়ির লম্বা লাইন।