জানা গিয়েছে, ডিসেম্বর মাসের শেষের কোভিড রিপোর্ট পজিটিভ হয় মানিকের। করোনায় আক্রান্ত হওয়ার পর বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সঙ্গে সেরিব্রাল ও ম্যালেরিয়াও হয় বলে হাসপাতাল সূত্রে খবর। কিন্তু শেষরক্ষা হল না। গতকাল সকালে পৌনে ৯টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানিক মজুমদার। বয়স হয়েছিল ৭৪ বছর। শোকের ছায়া নেমে আসে দলের অন্দরে। গতকাল মানিক মজুমদারের মৃত্যুর পর সব দলীয় কর্মসূচি বাতিল করে তৃণমূল। হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মালা দিয়ে প্রয়াত মানিক মজুমদারকে শেষ শ্রদ্ধা জানান সাংসদ ড. শান্তনু সেন। নিমতলা শ্মশানে শেষকৃত্য পর্বে উপস্থিত ছিলেন ড. শান্তনু সেন সহ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিক মজুমদারের মৃত্যুসংবাদ পাওয়ার পরই তাঁর আত্মার শান্তি কামনা করে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী। নিজের ট্যুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, চার দশকেরও বেশি সময়ের সহকর্মী মানিক (দা) মজুমদারকে হারিয়ে আমি শোকাহত। হাসিমুখে দীর্ঘদিনের কালীঘাটের অফিস সামলেছেন তিনি। নীরবে ও নিঃশব্দে নিজের সব কাজ করে গিয়েছেন তিনি। আমরা সবাই তাঁকে স্মরণে রাখব।