ইম্ফল : এখনও অশান্ত মণিপুরে। ফেরেনি স্থিতাবস্থা। চলছে ক্ষোভ-বিক্ষোভ। এই পরিস্থিতিতে মণিপুরে শান্তি ও স্থিতাবস্থা পুনরুদ্ধারের জন্য তাদের সহায়তার আর্জি জানাল ভারতীয় সেনা। প্রতিবাদীদের উদ্দেশে আবেদন সেনার।
গতকাল সন্ধেয় সেনার তরফে জানানো হয়, উত্তর-পূর্বের এই রাজ্যে নিরাপত্তাবাহিনীর অপারেশনে নাক গলাচ্ছেন এবং রাস্তা অবরুদ্ধ করে দিচ্ছেন মহিলা আন্দোলনকারীরা। এর সমর্থনে ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করা হয়। তুলে ধরা হয় গত সপ্তাহের ঘটনাও। যেখানে সাধারণ মানুষের জীবন বাঁচাতে মণিপুরের ইটহাম গ্রামে ১২০০ মহিলা বিক্ষোভকারীর সামনে পড়ে ১২ জন জঙ্গিকে ছেড়ে দিতে হয়েছিল সেনাকে।
একটি ট্যুইটে Spear Corps of the Indian Army-র তরফে লেখা হয়েছে, মণিপুরে মহিলা সমাজকর্মীরা জোর করে নিরাপত্তাবাহিনীর পথ আটকাচ্ছেন এবং অপারেশনে নাক গলাচ্ছেন। জীবন ও সম্পত্তি রক্ষা করতে গিয়ে এই ধরনের অযৌক্তিক হস্তক্ষেপ নিরাপত্তা বাহিনীর কাছে সময়মত প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে ক্ষতিকর হয়ে উঠছে। এই পরিস্থিতিতে ভারতীয় সেনার তরফে সব শ্রেণির মানুষের কাছে আবেদন করা হচ্ছে, শান্তি ফেরানোর জন্য তাদের সাহায্য করতে।
সেনাবাহিনী এর আগে ইথাম গ্রামের অপারেশনের দায়িত্বে থাকা কমান্ডারকে একটি "পরিপক্ক সিদ্ধান্ত" নেওয়ার জন্য প্রশংসা করেছিল যা "ভারতীয় সেনাবাহিনীর মানবিক মুখ" হিসাবে দেখা গিয়েছিল। সেনার তরফে বলা হয়েছে, মহিলাদের নেতৃত্বে একটি বিশাল বিক্ষুব্ধ জনতার বিরুদ্ধে গতিশক্তি ব্যবহারের পেছনে যে সংবেদনশীলতা এবং এই ধরনের পদক্ষেপে সম্ভাব্য হতাহতের বিষয়টি বিবেচনা করে ১২ জন ক্যাডারকে স্থানীয় নেতার কাছে হস্তান্তরের মতো একটি বিবেচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার সারাদিন জুড়ে সেনাবাহিনী ও জনতার মধ্যে এই টানাপোড়েন অব্যাহত ছিল। মহিলাদের নেতৃত্বে জনতা সেনাবাহিনীকে ঘেরাও করে এবং তাদের অভিযানে যেতে বাধা দেয়। এই পরিস্থিতিতে মহিলাদের কাছে বারবার আবেদন জানানো হয়, যাতে তাদের অভিযান চালাতে দেওয়া হয়। কিন্তু, তাতেও কোনও ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি।
অগত্যা Kanglei Yawol Kanna Lup জঙ্গি গোষ্ঠীর ওই ১২ জনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সেনা। এই গ্রুপটি ২০১৫ সালে ৬ ডোগ্রা ইউনিটের উপর অতর্কিতে হামলা-সহ বিভিন্ন আক্রমণে জড়িত । এই ডোগ্রা ইউনিটের উপর হামলার ঘটনায় সম্ভাব্য মাস্টারমাইন্ড মইরাংথেম তাম্বা ওরফে উত্তমকেও সেই দিন বিক্ষোভের মুখে পড়ে ছেড়ে দিতে হয় সেনাকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial