ইম্ফল: সংরক্ষণের দাবি ঘিরে অশান্তির সূত্রপাত (Manipur Violence)। বুধবার থেকে যত সময় এগিয়েছে, ততই পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে মণিপুরে শান্তি ফিরিয়ে আনার আর্জি মানবাধিকার সংগ্রামের নেত্রী, ‘আয়রন লেডি’ ইরম শর্মিলা চানুর (Irom Sharmila Chanu)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আবেদন জানালেন তিনি।


মানবাধিকারের দাবিতে দীর্ঘকাল সংগ্রাম করে গিয়েছেন শর্মিলা। দীর্ঘ ১৬ বছর ধরে অনশন চালিয়ে যাওয়ার নজির রয়েছে তাঁর। জোর করে পাইপের মাধ্যমে খাবার পৌঁছে দিতে হয়েছে তাঁর শরীরে। তাঁর অনড় আন্দোলনেই রাজ্য থেকে আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট তথা ‘আফস্পা’ প্রত্যাহার করে নিতে বাধ্য হয় সরকার, যার আওতায় যে কোনও মুহূর্তে, যে কাউকে গ্রেফতার থেকে গুলি করার অধিকার ছিল নিরাপত্তা বাহিনীর।


আজ সেই মণিপুরকে জ্বলতে দেখে শান্ত থাকতে পারেননি শর্মিলা। ফোনে সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে ভারাক্রান্ত মনে শান্তির আবেদন জানিয়েছেন। তিনি বলেন, “মণিপুর জ্বলছে। মানুষের দুর্ভোগ দেখে আমার মন ভারাক্রান্ত। মেইতেই থেকে উপজাতি, রাজ্যের সকলের কাছে আর্জি, হিংসায় ইতি পড়ুক। ঐক্যবদ্ধ হোন সকলে। এই পরিস্থিতিতে মহিলাদের বিশেষ করে এগিয়ে আসা উচিত। মাতৃস্বরূপ ভূমিকা পালন করতে হবে। শান্তি ফিরিয়ে আনতে হবে রাজ্যে।”


আরও পড়ুন: Manipur Violence: এখনও থমথমে মণিপুর, বিভিন্ন হাসপাতালে ৫৪ দেহ, মৃত্যুসংখ্যা লুকোচ্ছে পুলিশ! দাবি স্থানীয়দের


এখনও পর্যন্ত যে খবর মিলছে, সেই অনুযায়ী, মণিপুরের বিভিন্ন হাসপাতালে ৫৪ জনের মৃত্যুর খবর মিলেছে। চূড়াচাঁদপুর জেলা হাসপাতালের মর্গে রয়েছে ১৬টি দেহ। ১৫টি দেহ রয়েছে  ইম্ফল ইস্টের জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ। লাম্ফেলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ ২৩টি দেহ রয়েছে বলে খবর। গির্জা, স্কুল, বাড়ি, গাড়ি এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। শতাধিক মানুষ চআহত হয়েছেন। বেসরকারি হিসেবে মৃত্যুসংখ্যা ১০০-র বেশি বলে দাবি করছেন স্থানীয় মানুষজন।


এমন পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে জায়গায় জায়গায়। অশান্ত এলাকা থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। ১৪ কোম্পানি আধাসেনা নামানো হয়েছে রাজ্যে। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। রাজ্য পুলিশও টহল দিচ্ছে রাজ্য জুড়ে। শুক্রবার রাতেও একাধিক জায়গা থেকে অশান্তির খবর উঠে এসেছে। তবে শনিবার টহল বাড়ানোয় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে খবর মিলছে। সেই আবহেই শান্তির বার্তা দিলেন শর্মিলা।