নয়াদিল্লি: ১৯ জুলাই হিংসা-জর্জরিত মণিপুরে (Manipur) নারী-নিগ্রহের এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে শিউরে উঠেছে গোটা দেশ। প্রথমে গণধর্ষণ (Gangrape), তার পর সম্পূর্ণ নগ্ন করে (Naked) রাস্তায় হাঁটানোতেই (Women Paraded) শেষ নয়। নির্যাতিতারা যখন রেহাইয়ের আর্জি জানিয়ে কাঁদতে কাঁদতে হাঁটছেন, তখনও তাঁদের দেদার 'শ্লীলতাহানি' চলেছে। এই ঘটনায় আলোড়িত গোটা দেশ, এবার প্রতিবাদে মুখ খুললেন বলিউড তারকা অক্ষয় কুমার (Akshay Kumar)। 


অশান্ত মণিপুর, সরব অক্ষয় কুমার


জানা যাচ্ছে, সম্প্রতি ভাইরাল হওয়া উক্ত ভিডিওর ঘটনাটি ঘটে ৪ মে, উত্তর-পূর্বের রাজ্যে অশান্তি শুরুর এক দিন পরেই, কাঙ্গপোকপি জেলায়। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ ও রাজ্যের মুখ্যসচিবকে তড়িঘড়ি ফোন করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। নারী নির্যাতনের এই দৃশ্য ভাইরাল হওয়ার পর এর বিরুদ্ধে মুখ খুলেছেন অক্ষয় কুমারও। এই ঘটনায়, 'মর্মাহত ও উদ্বিগ্ন' অক্ষয় কুমার। 


ঘটনার প্রতিক্রিয়ায় অক্ষয় কুমার ট্যুইট করে বলেন, 'মণিপুরে নারী নির্যাতনের ঘটনায় মর্মাহত ও উদ্বিগ্ন। আমি আশা করব যে দোষীরা যাতে এমন শাস্তি পায় যে আর কখনও কেউ এমন ঘৃণ্য কাজ করার কথা ভাববেও না।'


 






এই ঘটনায় দোষীদের কড়া শাস্তির ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। বৃহস্পতিবার বাদল অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মণিপুর হিংসার ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। 'মণিপুরের ঘটনায় সারা দেশবাসী লজ্জিত। মণিপুরে যা হচ্ছে তার জন্য আমি ব্যথিত। আমার হৃদয় ভারাক্রান্ত। মণিপুরের মেয়েদের সঙ্গে যা হচ্ছে তা কখনও মাফ করা হবে না'। কড়া আইনি পদক্ষেপের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


এমন পৈশাচিক ঘটনা ঠিক কোথায় ঘটেছিল, তা নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। Indigenous Tribal Leaders' Forum-র দাবি, এটি ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাঙ্গপোকপি জেলায় ঘটে। পুলিশ সে কথা মানতে চায়নি। তাদের বক্তব্য, ঘটনাটি অন্য এক জেলায় ঘটেছিল। কাঙ্গপোকপি-তে এফআইআর করা হয়। এই ধোঁয়াশার মধ্যে যেটি উঠে এসেছে, তা হল ঘটনার ঠিক এক দিন আগে মেইতেই এবং কুকি জনজাতির মধ্যে সংঘর্ষে জ্বলে উঠেছিল মণিপুর। 


আরও পড়ুন: Manipur Violence:গণধর্ষণ ও পরে সম্পূর্ণ নগ্ন করে রাস্তায় ঘোরানো, মণিপুরে ' নারী-নিগ্রহের' ভিডিও ঘিরে তীব্র আলোড়ন দেশে


অন্যদিকে, মণিপুরের ঘটনায় কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। অসন্তুষ্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সরকার পদক্ষেপ না করলে, স্বতঃপ্রণোদিত পদক্ষেপের হুঁশিয়ারি সর্বোচ্চ আদালতের। ঘটনার রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট, আগামীকাল এ নিয়ে শুনানি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial