কলকাতা: হাতিও (Tamil Nadu Elephant Video) কি মানুষের মতো ধন্যবাদ দিতে পারে? আজব প্রশ্ন নয়, আইএএস অফিসার সুপ্রিয়া সাহুর সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেল 'এক্স'-এ পোস্ট করা ভিডিও দেখে এখন এই নিয়েই জোর চর্চা নেটিজেনদের। এমন কী রয়েছে ওই ভিডিওয়? তা হলে খোলসা করে বলা যাক।


বিশদ... 
ঘটনাটি তামিলনাড়ুরই কোয়েম্বত্তুর জেলার পোল্লাচি এলাকার। খাঁড়ির জলে হঠাৎ পড়ে গিয়েছিল হস্তিশাবক। মাদি হাতিটি সন্তানকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিল।  খাঁড়ির জলে এতটাই স্রোত যে তার সঙ্গে পাল্লা দিয়ে কিছুতেই উঠতে পারছে না শাবকটি। এই সময়েই সাহায্যে এগিয়ে এসেছিলেন তামিলনাড়ুর বন দফতরের কর্মীরা।






 সমস্ত বাধা-বিপত্তি সত্ত্বেও দুর্ধর্ষ অভিযান চালিয়ে শাবকটিকে উদ্ধার করেন তাঁরা। মায়ের কাছে ফিরে যায় শাবকটি। মা-ছানার এই 'মিলন' দেখেই খুশি হয়েছিলেন বনকর্মীরা। কিন্তু মাদি হাতিটি বোধহয় আরও কিছু ভেবে রেখেছিল। সন্তানকে নিয়ে ফিরে যাওয়ার পথে একবার পিছনে বনকর্মীদের দিকে তাকিয়ে শুঁড় তোলে সে। সেই মুহূর্তের ভিডিওটিই শেয়ার করেছেন আইএএস অফিসার সুপ্রিয়া সাহু। ভিডিওটি দেখে মনে হবে যেন শাবককে বাঁচানোয় কৃতজ্ঞতা প্রকাশ করছে 'মা'।ভিডিওটি ভাইরাল হতে সময় লাগেনি। সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন চলছে তার পর থেকে। এও কি সম্ভব? মানুষের মধ্যে এই ধরনের আবেগ-অনুভূতি দেখা যায়। তা বলে হাতি? সত্যিই কি ধন্যবাদ জানাল সে? জোর চর্চা নেটিজেনদের।


শেষের কথা...
এমনিই হাতিদের সম্পর্কে কত কথা তো শোনা যায়। তার মধ্যে কিছু খবর, কিছু জল্পনা, কিছুটা আবার 'মিথ।' তবে এও যে ঘটতে পারে, তা হয়তো ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতেন না অনেকে। গল্পকথা নয়, একেবারে খাঁটি বাস্তব। তামিলনাড়ু সরকারের 'এনভায়রনমেন্ট ক্লায়মেন্ট চেঞ্জ অ্যান্ড ফরেস্ট' বিভাগের অতিরিক্ত সচিব, আইএএস অফিসার, সুপ্রিয়া সাহু এই ঘটনার ভিডিও পোস্ট করার পর থেকে নেটিজেনদের প্রশ্ন, সত্যিই কি 'ধন্যবাদ' জানিয়েছিল ও?


 


আরও পড়ুন:শামুকের কি দাঁত আছে ? কটা ? জানলে চমকে উঠতে পারেন যে কেউ