নয়াদিল্লি: অতিমারির বছর হলেও বিবাহবার্ষিকী একটু বিশেষ উপহার দেওয়ার কথা ভাবছিলেন স্বামী। যেমন ভাবা তেমন কাজ। ভালবাসার উপহার হিসেবে বিয়ের আট বছর পূর্তিতে স্ত্রীকে  চাঁদে ৩ একর জমি কিনে দিলেন রাজস্থানের বাসিন্দা ধর্মেন্দ্র আনিজা।

দামি গয়না, শাড়ি বা ঘর সাজানোর নানা  সামগ্রী উপহার দেওয়ার মধ্যে নতুনত্ব কই! ধর্মেন্দ্র  চাইছিলেন, অষ্টম বিবাহ বার্ষিকীতে অন্য ধরনের উপহার দিতে। হঠাৎই মাথায় আসে চাঁদে জমি কেনার ভাবনা। জমি কেনার প্রক্রিয়াটি অবশ্য খুব সহজ নয়। বছরখানেক সময় লেগেছে গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করতে।  ধর্মেন্দ্রর কথায়, ’’২৪ ডিসেম্বর আমাদের বিবাহবার্ষিকী ছিল। আমি সেজন্য বিশেষ কিছু করতে চেয়েছিলাম। অনেকে স্ত্রীকে পার্থিব জিনিস যেমন গাড়ি, গয়না এসব দিয়ে থাকেন। কিন্তু আমি চেয়েছিলাম অন্যরকম কোনও উপহার দিতে। সেজন্য ওকে আমি চাঁদে জমি কিনে দিলাম।‘‘

বলিউডের সিনেমাতেও নায়ক নায়িকাকে চাঁদ-তারা এনে দেওয়ার স্বপ্ন দেখান।  কোলের বাচ্চাকে ঘুম পাড়াতে মাথায় আদরের হাত বুলিয়ে চাঁদের দেশে নিয়ে যাওয়ার গল্প শোনান স্নেহময়ী মা। কিন্তু স্ত্রীকে আগাম প্রতিশ্রুতি না দিয়েই চাঁদে স্বামীর জমি কিনে দেওয়ার বিষয়টি অভিনবই বটে!

আমেরিকার নিউইয়র্কে লুনা সোসাইটি ইন্টারন্যাশনালের মাধ্যমে তিনি চাঁদে জমি কিনেছেন। ধর্মেন্দ্র জানিয়েছেন, রাজস্থানে তিনি সম্ভবত প্রথম কেউ যিনি চাঁদে জমি কিনেছেন। স্বপ্নাও জানিয়েছেন বিবাহবার্ষিকীতে স্বামীর কাছ থেকে এ ধরনের উপহার পেয়ে দারুণ খুশি। স্বপ্নার কথায়, ’’ভাবতেই পারিনি, ও এমন কোনও মহাজাগতিক উপহার আমায় দেবে। এটা আশাই করিনি। ইভেন্ট অর্গানাইজাররা এক দারুণ অনুষ্ঠানের আয়োজন করেছিল। পেশাদার ইভেন্ট অর্গনাইজাররা জমি হস্তান্তরের সেই অনুষ্ঠান এত সুন্দর করে করেন যে মনে হচ্ছিল আমরা যেন সত্যিই চাঁদের মাটিতে পা রেখেছি। এক দারুণ অনুভূতি। জমির শংসাপত্রও পেয়েছি ওইদিন।‘‘