‘লিভ-ইন সম্পর্কের থেকে বিয়েতেই সুখী মেয়েরা', বলছে আরএসএসের সমীক্ষা
Web Desk, ABP Ananda | 22 Sep 2019 11:52 AM (IST)
আরএসএসের সমীক্ষা বলছে, বিবাহিতারা লিভ-ইন সম্পর্কে থাকা মেয়েদের থেকে অনেক বেশি সুখী। পুণেতে আজ আরএসএস প্রধান মোহন ভাগবত এই সমীক্ষাটি প্রকাশ করবেন।
নয়াদিল্লি: ‘লিভ-ইন সম্পর্কে থাকা মহিলাদের থেকে বিবাহিত জীবনেই বেশি সুখী ভারতীয় নারীরা।',এমনই তথ্য উঠে এল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সমীক্ষায়। পুণেতে আজ আরএসএস প্রধান মোহন ভাগবত এই সমীক্ষাটি প্রকাশ করবেন সঙ্ঘ ভাবাদর্শে অনুপ্রাণিত সংস্থা ‘দৃষ্টি স্ত্রী অধ্যয়ন প্রবধন কেন্দ্র’-এর একটি অনুষ্ঠানে। সূত্রের খবর, এই সমীক্ষার বিষয়টি আরএসএসের পুষ্কর-বৈঠকে আলোচিত হয়েছিল। দীর্ঘসময় ধরে কোনও যুগল যদি সহবাস করে, তাহলে আইন তাঁদের বিবাহিত হিসেবেই দেখবে। যদি না তাঁরা আদালতের সামনে এর বিপক্ষে কোনও প্রমাণ হাজির করতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আইন সেই যুগলের মধ্যে শারীরিক সম্পর্ককে বৈধ বলে স্বীকৃতি দেবে। আগে এই ধরনের সম্পর্ককে ‘পরকীয়া’ বলা হত। আরএসএসের সমীক্ষা বলছে, বিবাহিতারা লিভ-ইন সম্পর্কে থাকা মেয়েদের থেকে অনেক বেশি সুখী। বিদেশী সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনার পর মোহন ভাগবত এই সমীক্ষাপ্রকাশ করবেন।