নিজের রাজ্যেরই ক্রিকেট সংস্থার আজীবন সদস্যপদ পাননি ধোনি!
Web Desk, ABP Ananda | 21 Sep 2019 09:53 PM (IST)
ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট সংস্থায় ৬৫৩ জন আজীবন সদস্য আছেন।
রাঁচি: ঝাড়খণ্ডের সফলতম ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনি। তিনি রাজ্যের গর্ব। অথচ ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট সংস্থার আজীবন সদস্যপদ পাননি ধোনি। এই ক্রিকেট সংস্থায় ভোটের আগেরদিন এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। বিরোধীরা বিষয়টি নিয়ে সরব। এটিই ভোটের আগে সবচেয়ে বড় ইস্যু হয়ে গিয়েছে। ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট সংস্থায় ৬৫৩ জন আজীবন সদস্য আছেন। তাঁদের মধ্যে ঝাড়খণ্ডের ৪০ জন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটার, সাধারণ গৃহবধূ, ব্যবসায়ী, প্রাক্তন পুলিশকর্তা, সাধারণ ক্রিকেটপ্রেমীরাও আছেন। শুধু ধোনিরই নাম নেই এই তালিকায়। ধোনি সাম্মানিক সদস্য, কিন্তু তাঁর ভোটাধিকার নেই। সূত্রের খবর, নিজের রাজ্যের ক্রিকেট সংস্থার আজীবন সদস্য হতে চেয়েছিলেন ধোনি। কিন্তু ক্ষমতায় থাকা কর্তারা এ বিষয়ে আগ্রহ দেখাননি। বিরোধীদের আক্রমণের জবাবে ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি কুলদীপ সিংহের সাফাই, তাঁরা শীঘ্রই ধোনিকে আজীবন সদস্যপদ দেবেন।