টরন্টো: বন্দুকবাজের (shooting) হানায় রক্তাক্ত কানাডা (canada)। সূত্রের খবর, এখনও পর্যন্ত অন্তত ৩ জনের প্রাণ (dead) গিয়েছে। পুলিশের ধারণা, মারা গিয়েছে বন্দুকবাজও। তবে এ নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে। ব্রিটিশ কলম্বিয়ার প্রভিন্সের ল্যাংলে-র ঘটনা। বাসিন্দারা যাতে অকুস্থলে না যান, সে জন্য জরুরি সতর্কতা জারি করেছে পুলিশ।
কী হয়েছে?
কানাডার স্থানীয় সময় অনুযায়ী সকাল। ৬টাও বাজেনি। হঠাৎ খবর, ল্যাংলে শহরে বন্দুকবৃষ্টি শুরু হয়েছে। গুলিবিদ্ধ একাধিক। কে বা কারা এই কাজ করেছে, কেনই বা করেছে, সবটা নিয়ে তখনও ধোঁয়াশায় পুলিশ। বিভ্রান্ত ও আতঙ্কিত স্থানীয়রা। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ পরে জানায়, এই দিনের হানায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে। তবে সংখ্যাটা ঠিক কত, সেটা তারা বলেনি। যদিও সংবাদসংস্থা রয়টার্সের দাবি, চার জন গুলিবিদ্ধ হয়েছেন। তার মধ্যে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। সঙ্গে সংযোজন, ঘটনাস্থল থেকে দুটি কালো রঙের এসইউভি গাড়ি উদ্ধার হয়েছে। যার মধ্যে একটির উইন্ডশিল্ডে 'বুলেট হোল' স্পষ্ট। কিন্তু হামলাকারী এক জন নাকি একাধিক, কোথা থেকে সে বা তারা এসেছিল এগুলো এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তৎপরতা শুরু করেছে পুলিশ।
গৃহহীনরাই কি লক্ষ্য?
প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, এলোপাথারি হামলা নয়। এদিনের গুলিচালনার সুনির্দিষ্ট লক্ষ্য ছিল। এক্ষেত্রে বন্দুকবাজ গৃহহীনদের লক্ষ্য করেই হামলা চালায় বলে ধারণা পুলিশের। হঠাৎ তাঁরা কেন বন্দুকবাজের আক্রোশের মুখে পড়লেন, সেটা অবশ্য এখনও স্পষ্ট নয়। ল্যাংলে শহরে জরুরি সতর্কতা জারি করা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা ও কিছু জায়গায় প্রবেশ নিষেধ করে পুলিশ। সঙ্গে জানায়, এক জন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু হামলাকারী একাধিক কিনা এই বিষয়ে যতক্ষণ পর্যন্ত তারা নিশ্চিত না হতে পারছেন, ততক্ষণ সাবধানের মার নেই। তত ক্ষণ পর্যন্ত কড়াকড়িও উঠবে না।