Medicines Price Hike: এক ধাক্কায় ১০ শতাংশ বাড়তে চলেছে অত্যাবশ্যক ওষুধের দাম। নিত্যদিন ব্যবহৃত এই ওষুধের মধ্যে রয়েছে পেইনকিলার, অ্যান্টিবায়োটিক-সহ ৮০০ মেডিসিনের নাম। ১ এপ্রিল থেকেই বাড়তে চলেছে এই দাম।


Medicines Price Hike: কী বলছে ওষুধের দাম নিয়ন্ত্রক সংস্থা ?
ওষুধের ১০ শতাংশ দাম বৃদ্ধির বিষয়ে ইতিমধ্যেই বিবৃতি জারি করেছে ইন্ডিয়াস ড্রাগ প্রাইসিং অথরিটি (India's drug pricing authority) ও ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (National Pharmaceutical Pricing Authority)।  ন্যাশনাল লিস্ট অফ এসেন্সিয়াল মেডিসিনের (NLEM) ৮০০ ওষুধের দাম বাড়বে আগামী ১ এপ্রিল থেকে। পাইকারি মূল্য সূচকে দাম বৃদ্ধি হওয়ার ফলেই বাড়বে অত্যাবশ্যক এই ওষুধগুলির দাম। 


Medicines Price Hike: কারা রয়েছে তালিকায় ?
প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিনের মতো অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এরকম ওষুধ ছাড়াও অ্যান্টি-অ্যানিমিয়া, ভিটামিন ও মিনারেল ওষুধগুলি NLEM তালিকায় রয়েছে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি(NPPA)একটি বিবৃতিতে বলেছে, "বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টার কার্যালয় থেকে পাওয়া WPI ডেটার ভিত্তিতে 2021 সালের ক্যালেন্ডার ইয়ারে এই পরিবর্তন করা হয়েছে।"


Medicines Price Hike:  ওষুধের দাম নিয়ে কী বলছে অ্যাসোসিয়েশন ? 


এই দাম বৃদ্ধি নিয়ে ইন্ডিয়ান ড্রাগ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি-জেনারেল দারা বি প্যাটেল জানান, “এটি নিয়মিত ব্যবহারের ওষুধের জন্য করা হয়েছে, যা ইতিমধ্যে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। অবশ্যই উপভোক্তাদের উপর একটু বোঝা চাপবে। তবে আমাদের বুঝতে হবে যে, অনেকগুলি প্রস্তুতকারক সংস্থা এই ওষুধ তৈরি করে। সুতরাং, এটি প্রয়োজনীয় নয় যে সবাই একই সঙ্গে ওষুধের দাম 10% বাড়িয়ে দেবে ।" মূলত, জ্বর, মাথাব্যাথা, অ্যান্টিবায়োটিক বা সর্দি থেকে অ্যালার্জির মতো বেশিরভাগ ওষুধগুলি নিত্যদিন ব্যবহার করে থাকি আমরা। অনেক সময় ডাক্তারের পরামর্শ ছাড়াই প্যারাসিটামল বা পেইনকিলারের মতো ওষুধ খান অনেকেই। রোজকার জীবনের এই ওষুধগুলির এবার দাম বাড়ল। যার ফলে পকেট বেশকিছুটা হালকা হবে আম আদমির।