হাউডি মোদি সম্মেলনে কিশোরের সঙ্গে মোদি-ট্রাম্প গ্রুপফি, ভাইরাল হল ভিডিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Sep 2019 01:50 PM (IST)
দুই রাষ্ট্রনায়ক যখন লাল কার্পেটের ওপর প্রবেশ করছেন সম্মেলনে তাদের স্বাগত জানাতে দাঁড়িয়ে ছিলেন কিছু কলাকুশলী। এদের মধ্যে ছিল সাদা পোশাকের এক কিশোর। স্বাগত জানানোর পর ট্রাম্পকে সে অনুরোধ করে বসে একটা গ্রুপফি-র। সম্মতি জানিয়ে মোদিকে ছবি তোলার অনুরোধ করেন ট্রাম্প। হাসিমুখে এগিয়ে আসেন মোদি-ট্রাম্প। কাঁধে হাত রেখে গ্রুপফি তোলেন ওই কিশোরের সঙ্গে।
হিউস্টন: গতকালই হিউস্টনে অনুষ্ঠিত হয়েছে বহু প্রতীক্ষিত ‘হাউডি মোদি’ অনুষ্ঠান। এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সম্মেলনে আমেরিকায় বসবাসকারী ৫০ হাজার ভারতীয়র সামনে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী। সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুই রাষ্ট্রনায়কের উপস্থিতি, তাদের বক্তব্য নিয়ে প্রবল উত্তেজনা ছিল সমস্ত দর্শককূলের মধ্যেই। সম্মেলনের সূচনায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন বয়সের কলাকুশলীরা অংশগ্রহণ করেছিলেন এই অনুষ্ঠানে। এরই মধ্যেই ছোট্ট একটা মুহূর্ত নজর কাড়ল সবার। দুই রাষ্ট্রনায়ক যখন লাল কার্পেটের ওপর প্রবেশ করছেন সম্মেলনে তাদের স্বাগত জানাতে দাঁড়িয়ে ছিলেন কিছু কলাকুশলী। এদের মধ্যে ছিল সাদা পোশাকের এক কিশোর। স্বাগত জানানোর পর ট্রাম্পকে সে অনুরোধ করে বসে একটা গ্রুপফি-র। সম্মতি জানিয়ে মোদিকে ছবি তোলার অনুরোধ করেন ট্রাম্প। হাসিমুখে এগিয়ে আসেন মোদি-ট্রাম্প। কাঁধে হাত রেখে গ্রুপফি তোলেন ওই কিশোরের সঙ্গে। সৌহার্দ্যের এই মুহূর্তটি ক্যামেরাবন্দিও হয়। ছোট্ট এই ভিডিওটি টুইট করা হয় প্রধানমন্ত্রীর দপ্তরের তরফ থেকে। লেখা হয়, ক্ষুদে তারকার সঙ্গে মোদি-ট্রাম্পের গ্রুপফি। এই ভিডিওটি সামনে আসতেই মাত্র দুঘন্টায় ১৯০০০-এর ওপর মানুষ লাইক করেন। সবাই লেখেন, ‘লাকি বয়’। সবার মতে, এই গ্রুপফি স্মরণীয় হয়ে থাকবে ওই কিশোরের জীবনে। গতকাল ‘হাউডি মোদি’ সম্মেলনে প্রথমে বক্তব্য রাখেন মোদি। এরপর স্বাগত জানিয়ে মঞ্চে ডেকে নেন ডোনাল্ড ট্রাম্পকে। বলেন, ‘আমাদের সঙ্গে রয়েছেন এক বিশেষ ব্যক্তি। তাঁর কোনও আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। গ্রহের সকলেই তাঁকে চেনেন। বিশ্বে যে কোনও রাজনৈতিক আলোচনায় তাঁর কথা আসে। আমাদের ভীষণ পরিচিত তিনি, যিনি সিইও থেকে কম্যান্ডার ইন চিফ হয়েছেন। এই মঞ্চে তাঁকে স্বাগত জানাতে পেরে আমি গর্বিত। যখনই ওঁর সঙ্গে দেখা হয়, ওঁর ব্যবহারের উষ্ণতা, ওঁর প্রাণচঞ্চলতা আমাকে স্পর্শ করেছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।’ এরপর বক্তব্য রাখেন ট্রাম্পও। বলেন- ‘মোদির সঙ্গে কাজ করতে চাই। মোদি ডাকলেই ভারতে যাব। প্রতিরক্ষাক্ষেত্রেও ভারতের সঙ্গে সুসম্পর্ক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে কাজ। মহাকাশেও আমরা একসঙ্গে কাজ করব। অনুপ্রবেশ দু’দেশের কাছেই সমস্যার। সীমান্ত সুরক্ষা দু’দেশের জন্যই গুরুত্বপূর্ণ। মানবতার জন্য ভারত-আমেরিকা জোট বেঁধে লড়াই। মার্কিন অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ভারত।'