নয়াদিল্লি: গত বছর রক্তে লাল হয়ে গিয়েছিল ভ্যালেন্টাইনস ডে। কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় উড়ে যায় সিআরপিএফ কনভয়, প্রাণ হারান ৪০ জন জওয়ান। তাঁদের উদ্দেশে আজ পুলওয়ামার লেথপোরা ছাউনিতে একটি স্মারক উদ্বোধন করা হবে। প্রয়াত ৪০ জওয়ানের নাম ও ছবি থাকবে তাতে, সঙ্গে সিআরপিএফের মোটো, সেবা এবং নিষ্ঠা।

সিআরপিএফের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জুলফিকর হাসান বলেছেন, ওই হামলায় মৃত জওয়ানদের এভাবে শ্রদ্ধা জানাতে চান তাঁরা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুলওয়ামার মৃত জওয়ানদের শ্রদ্ধা জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, ভারত তার সাহসী সন্তানবর্গ ও তাঁদের পরিবারের প্রতি সব সময় কৃতজ্ঞ থাকবে যাঁরা মাতৃভূমির সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার জন্য সর্বোচ্চ বলিদান দিয়েছেন।


প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন পুলওয়ামার প্রয়াত জওয়ানদের প্রতি। লিখেছেন, দেশ কখনও তাঁদের বলিদান ভুলবে না।


এক সংবাদপত্রের খবর অনুযায়ী, উমেশ গোপীনাথ যাদব নামে বেঙ্গালুরুর এক গায়ক প্রয়াত ৪০ জওয়ানের প্রত্যেকর বাড়ি গিয়ে একটি মাটির পাত্রে বাড়ির সামনের কিছুটা করে মাটি সংগ্রহ করেছেন। এ জন্য ৬১,০০০ কিলোমিটার সফর করতে হয়েছে তাঁকে। আজ তিনি সিআরপিএফের ডিজি জুলফিকর হাসানের হাতে ওই পাত্রটি তুলে দেবেন, ওই মাটি ছড়িয়ে দেওয়া হবে স্মারকে। আজকের অনুষ্ঠানে যাদবই একমাত্র আমন্ত্রিত।