নয়াদিল্লি: এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হয়েছেন অমিত শাহের ছেলে জয় শাহ। একালের মধ্যে সর্ব কনিষ্ঠ সভাপতি হয়েছেন তিনি। গতকাল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক বৈঠকে সভাপতি করা হয় বিসিসিআই-এর বর্তমান সচিবকে।

শাহের এই নিয়োগ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। ট্যুইটারে তিনি লিখেছেন, বিজেপির ক্ষমতায়নের ধরন।



বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপনের পরিবর্তে এসিসি-র সভাপতির পদে বসেছেন ৩২ বছর বয়সি জয় শাহ। এদিন সভাপতি নির্বাচিত হওয়ার পর জয় বলেন, মহামারী অনেক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে। কিন্তু আমরা ঠিক ঘুরে দাঁড়াতে পেরেছি। পরিস্থিতির মোকাবিলা করে আমাদের সব সময় উচিত নতুন কিছু করা। তিনি আরও বলেন, ক্রীড়া ক্ষেত্রের স্তম্ভ এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বছরের পর বছর ধরে খেলার উন্নতিতে কাজ করেছে তারা। এসিসি বিশ্বের প্রথম সারির দেশগুলির সঙ্গে লড়াইয়ের মধ্যেও সুসম্পর্ক বজায় রেখেছে। ক্রীড়ার স্বার্থে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। তাতে উপকৃত হবে এশিয়ার ক্রিকেট।

মহিলাদের খেলার প্রসঙ্গ টেনে জয় বলেন, মহিলাদের ক্রিকেট এবং বিভিন্ন বয়স ভিত্তিক খেলা এখনও একটা চ্যালেঞ্জ। সেটাও যথেষ্ট দক্ষতার সঙ্গে সামলাচ্ছে এসিসি। বয়স ভিত্তিক এবং মহিলাদের জন্য বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করছে। আমাদের এই দিকে আরও বেশি নজর দিতে হবে।

উল্লেখ্য, গত একবছররেও বেশি সময় ধরে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই-এর সচিব পদের দায়িত্ব সামলাচ্ছেন জয় শাহ। এবার এশিয়ান কাউন্সিল পদের দায়িত্ব নিলেন তিনি। এদিন বৈঠকে সর্বসম্মতভাবে সভাপতি হিসেবে বেছে নেওয়া হয় তাঁকে। নতুন পদের দায়িত্ব নেওয়ার পর আরও বেশি কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন শাহ।