কলকাতা: ফের কলকাতা মেট্রোয় বিভ্রাট। ট্রেন থামিয়ে বের করে দেওয়া হল যাত্রীদের। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের ঘটনা। যান্ত্রিক ত্রুটির কারণে বিকল মেট্রো। অন্য ট্রেন এনে যাত্রীদের পাঠানো হল গন্তব্যে। এ মাসের ৬ দিনের মধ্যে এই নিয়ে দুবার। ফের মেট্রোর বিভ্রাটের জেরে দুর্ভোগের মধ্যে পড়েন যাত্রীরা। তবে এদিন বিশেষ উদ্যোগ নেওয়া হয় মেট্রোর তরফে। অন্য মেট্রো এনে পৌঁছ দেওয়ার বন্দোবস্ত করে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। 


এর আগে ২ এপ্রিল মেট্রোয় বিভ্রাট হয়। ওই দিন মেট্রোর সেন্ট্রাল সাবস্টেশনে বিদ্যুত্‍ বিভ্রাটের জন্য বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ মেট্রো রেল।  কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, ওইদিন সকালে ওই বিভ্রাটের ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।  ফলে মিনিট দশেক মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।  বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন।  কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, বেলা ১১টা ২৫ থেকে বেলা ১২টা ২৬ পর্যন্ত, একঘণ্টা এর জেরে বিঘ্ন ঘটে পরিষেবায়।  ১০ মিনিট পর থেকে আংশিকভাবে মেট্রো চালানো হয়।


অন্যদিকে গত ৬ মার্চ আত্মহত্য়ার চেষ্টা করায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকে মেট্রো পরিষেবা।  মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা। রবীন্দ্রসদন মেট্রোয় আত্মহত্যার চেষ্টা করেন তিনি। গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছিল। টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো পরিষেবাও স্বাভাবিক ছিল। জানা যায়, ঘটনার দিন দুপুর ১টা ৪২ মিনিট নাগাদ আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা। ডাউন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন ওই মহিলা। রবীন্দ্রসদনে মেট্রো ঢুকতেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি।