কলকাতা: মিগজাউমের দাপটে লন্ডভন্ড তামিলনাড়ু। উদ্ধারকাজ চালাচ্ছে বায়ুসেনা। ৯ জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। মিগজাউমের প্রভাবে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশও। ঘূর্ণিঝড়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। পাশে থাকার বার্তা দিলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। 


সমবেদনা জানিয়েছেন পোস্ট প্রধানমন্ত্রীর: 'X' হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে বিশেষ করে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরিতে যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহত বা ক্ষতিগ্রস্ত যাতে দ্রুত ক্ষত সারিয়ে ওঠে তাও প্রার্থনা করছি। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য কর্তৃপক্ষ কাজ করছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁরা কাজ চালিয়ে যাবে।


 



পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর: তামিলনাড়ুতে মিগজাউমের জেরে মৃতদের পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করছি। মুখ্যমন্ত্রী এমকে স্টালিন বিপর্যয় মোকাবিলা দলের নেতৃত্ব দিচ্ছে। আমার সমবেদনা জানিয়ে তাঁর পাশে থাকার বার্তা দিচ্ছি। তামিলনাড়ুর দুর্গতদের প্রতিও সমবেদনা জানাচ্ছি। অন্ধ্রপ্রদেশেও ক্ষতিগ্রস্তদের প্রতিও আমার সমবেদনা রইল। 


 





ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু। তামিলনাড়ুর কোয়েম্বাটুর অঞ্চলে ভেঙে পড়েছে ব্রিজ। বিপজ্জনকভাবে জলে ভাসছে বিদ্য়ুতের তার। বিচ্ছিন্ন পারিকুপম-কোয়েম্বাটুর যোগাযোগ। দুই রাজ্য়ে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্য়ু হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়েছেন বহু মানুষ। তামিলনাড়ুতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ শুরু করল ভারতীয় বায়ু সেনা। এর জন্য় দুটি চিতা হেলিকপ্টার নামানো হয়েছে। ইতিমধ্য়েই চেন্নাইয়ে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্থ তামিলনাড়ুর মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে অভিযান শুরু হবে। তামিলনাড়ু সরকারের সঙ্গে যোগাযোগ রেখে এই কাজ করা হচ্ছে বলে জানানো হয়েছে ভারতীয় বায়ু সেনার তরফে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: South Bengal Weather: একধাক্কায় বাড়ল রাতের তাপমাত্রা, আগামী ৪৮ ঘণ্টা আকাশ মেঘলা দক্ষিণবঙ্গে