কলকাতা: সোশ্যাল মিডিয়ায় হঠাৎ এই পোস্টে বেশ অবাক হয়েছিলেন তাঁর অনুরাগীরা। চিন্তিতও। নিজের ব্যক্তিগত জীবনকে তেমন প্রকাশ্যে আনতে পছন্দ করেন না মীর আফসর আলি (Mir Afsar Ali)। তবে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় একটি ওষুধের ছবি দিয়ে পোস্ট করেন তিনি। নিছক মজার ছলে সেই পোস্ট করা হলেও, তাঁর অসুস্থতার খবর সত্যিই। 


সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ওষুধের স্ট্রিপের ছবি শেয়ার করে নিয়েছেন মীর। সেখানে তিনি লিখেছেন, 'দীর্ঘদিন লোয়ার ব্যাক আর এখন হাঁটুর ব্যথায় জর্জরিত মীর আফসার আলী-কে তাঁর চিকিৎসক এই ওষুধটি প্রেস্ক্রাইব করবার সময় একটু সেনসিটিভ হলে খুব খুশী হতাম। যে মানুষটা ঠিক করে নড়াচড়া করতে পারছে না, তাকে কেউ POLVOLT খেতে বলে? খাওয়ার আগেই টেনশনে পড়ে গেলাম। কারেন্ট না মারে!'


নিছক মজার পোস্ট, বুদ্ধিদীপ্তও বটে। তবে এই পোস্টের ফলে আড়ালে থাকেনি মীরের অসুস্থতার খবরটা। অনেকেই কমেনবক্সে সুস্থতা কামনা করেছেন সঞ্চালক-অভিনেতার। মীর কিছুদিন আগেই শরীরচর্চা শুরু করেছিলেন নিয়মিত। সোশ্যাল মিডিয়ায় টুকরো টুকরো সেই ছবিও শেয়ার করে নিতেন তিনি। তবে বর্তমানে সম্ভবত অসুস্থতার কারণেই জিমে শরীরচর্চা বন্ধ রয়েছে তাঁর। 


অন্যদিকে, আপাতত নিজের নতুন ইউটিউব চ্যানেল 'গপ্পো মীরের ঠেক' নিয়ে ব্যস্ত মীর। বর্তমানে চাকরি থেকে বিরতি নিয়ে নিজের মতো করেই ইউটিউব চ্যানেল চালাচ্ছেন মীর। সেখানে বিভিন্ন স্বাদের গল্প শোনান তিনি। শুরুর কয়েক মাসের মধ্যেই ভীষণ জনপ্রিয় হয়েছে এই চ্যানেলটি। অন্যদিকে, পথকুকুরদের রক্ষা, তাঁদের ওপর অত্যাচার না করা এই ধরণের প্রচারও হামেশাই করে থাকেন মীর। সোশ্যাল মিডিয়ায় এই ধরণের বিভিন্ন পোস্টও করে নেন মীর। তবে কেবল মীর নন, টলিউডে স্বস্তিকা, শ্রীলেখাও পথকুকুরদের নিয়ে কাজ করে থাকেন।


 


 






আরও পড়ুন: Deepika Padukone Birthday: কোন খাবার দেখেই ভোলেন ডায়েট, স্কিনকেয়ার থেকে শুরু করে অদ্ভুত সব অভ্যাস, জন্মদিনে দীপিকার অজানা জীবনযাপন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।