নয়াদিল্লি: এ দেশে মোবাইল ডেটা এখনও বেশ সস্তা। কিন্তু টেলিকম সংস্থাগুলির সুপারিশ যদি কেন্দ্রীয় সরকার মেনে নেয়, তবে মোবাইল ডেটার দাম ১০ গুণ হয়ে যেতে পারে। এখন ভারতে ডেটার দাম মোটামুটি ১৯ টাকা প্রতি জিবি। যদিও আন্তর্জাতিক দুনিয়ায় মোবাইল ডেটার মূল্য প্রায় ৬৫০ টাকা প্রতি জিবি।

মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির বক্তব্য, মোবাইল ডেটার জন্য ফ্লোর রেট নির্ধারণ করা হোক। ফ্লোর রেটই হবে মোবাইল ডেটার ন্যূনতম দাম। এর ফলে সব সংস্থাই এই ন্যূনতম মূল্যে নিজেদের ডেটা প্যাকের দাম ঠিক করতে পারবে। এই রেট না থাকায় এখন মোবাইল সংস্থাগুলি নিজেদের সিদ্ধান্তমত ডেটা প্যাকের দাম ঠিক করে, ফলে বাজারে টিকে থাকতে সস্তায় ডেটা বিক্রি করতে বাধ্য হয় তারা। কিন্তু শিগগিরই বদলাতে পারে পরিস্থিতি। ভোডাফোন-আইডিয়ার মত নামী সংস্থা এখন ঋণের বোঝায় ডুবে। ভোডাফোন বলছে, প্রতি জিবি ডেটার দাম হোক ৩৫ টাকা। এয়ারটেল বলছে, ৩০ টাকা, রিলায়েন্স জিও বলছে, ফ্লোর রেট হোক ২০ টাকা প্রতি জিবি।

নীতি আয়োগের প্রধান অমিতাভ কান্তও মোবাইল ডেটার জন্য ফ্লোর রেটের পক্ষে সওয়াল করেছেন। তাঁর বক্তব্য, দেশের টেলিকম ক্ষেত্র ঋণের ভারে কার্যত পঙ্গু, এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে চালু হোক ফ্লোর রেট। তবে তিনি জানিয়ে দিয়েছেন, শুধু এই রেট চালু করলেই সমস্যা মিটবে না, আরও কিছু ব্যবস্থা নিতে হবে।

যাই হোক, সরকার যদি টেলিকম সংস্থাগুলির সুপারিশ মেনে নেয়, তবে প্রতি জিবি দাম দিতে হতে পারে ২৫ টাকা করে। অর্থাৎ এক মাসের জন্য প্রতিদিন দেড় জিবি ডেটার হিসেবে ৪৫ ডিবি ডেটা ব্যবহার করলে পকেট থেকে হাজারেরও বেশি টাকা খসে যাবে!